রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৮ জুন ২০২৩, ২১:২২

বাংলাদেশী হজ যাত্রীদের প্রশংসা করলেন সৌদি হজ ও ওমরাহ বিষয়ক উপমন্ত্রী

মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়
বাংলাদেশী হজ যাত্রীদের প্রশংসা করলেন সৌদি হজ ও ওমরাহ বিষয়ক উপমন্ত্রী

৮ জুন মক্কায় সৌদি আরবের হজ¦ ও ওমরা বিষয়ক উপমন্ত্রী ড. আব্দুল ফাত্তাহ সুলাইমান মাশাত বাংলাদেশী হজ¦ যাত্রীদের প্রশংসা করেছেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পবিত্র হজ¦ব্রত পালনে আসা সকল হজ¦ যাত্রীর জন্য সুন্দরভাবে হজ¦ পালনের ব্যবস্থাপনা করা রাজকীয় সৌদি সরকারের জন্যে অত্যন্ত সম্মানের বলেও তিনি মন্তব্য করেন।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) গতকাল হজ¦ ও ওমরা বিষয়ক উপমন্ত্রীর সাথে মক্কাতে তাঁর অফিসে সাক্ষাৎ করে এ বছর হজে¦র সুব্যবস্থাপনার জন্য সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ বছর বাংলাদেশ থেকে সব হাজী ‘মক্কা রোড ইনিশিয়েটিভ’-এর আওতায় হজ¦ যাত্রার শুরুতেই ইমিগ্রেশন কার্যক্রম সুসম্পন্ন করায় তাঁদের হজ¦ যাত্রা সহজ হয়েছে মর্মে উল্লেখ করেন রাষ্ট্রদূত। পাশাপাশি তিনি হজ¦ যাত্রীদের অনুকূলে দ্রুত ভিসা ইস্যু করার জন্যে সৌদি সরকারকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বাংলাদেশ থেকে আগত হাজীদের পরিবহনের জন্যে বিমানের আরো ১০টি ফ্লাইটের অনুমতি চাইলে উপমন্ত্রী তা বিবেচনার আশ্বাস দেন। উপমন্ত্রী ভবিষ্যতে হজ¦ ব্যবস্থাপনাকে আরো উন্নত করার জন্যে সৌদি সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা উল্লেখ করেন। তিনি আরো বলেন, হজ¦ যাত্রী প্রেরণকারী দেশ সমূহের হজ এজেন্সির সংখ্যা সীমিত হলে হজ ব্যবস্থাপনা আরো সহজতর হবে এবং হাজীদের দুর্ভোগ লাঘব করা সম্ভবপর হবে। তিনি এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী তা সুবিবেচনার জন্য বাংলাদেশ সরকারকে অবহিত করা হবে মর্মে জানান। এ বছর বাংলাদেশ থেকে ১ লক্ষ ২২ হাজারের অধিক মানুষ পবিত্র হজ¦ব্রত পালন করবেন।

পরে রাষ্ট্রদূত দক্ষিণ এশিয়ার হাজীদের সেবাদানকারী প্রতিষ্ঠান ‘আল বাইত গেস্টস’-এর ভাইস প্রেসিডেন্ট উসামা দানেশের সাথে মক্কাস্থ তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করে মিনা, আরাফার ময়দান ও মুজদালিফাতে বাংলাদেশী হাজীদের জন্যে গৃহীত ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং কাজের অগ্রগতির খোঁজ খবর নেন। অগ্রগতি পর্যালোচনা করে রাষ্ট্রদূত আল বাইত গেস্টসের কাজে সন্তোষ প্রকাশ করেন।

এ সকল বৈঠকে রাষ্ট্রদূতের সাথে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মতিউল ইসলাম, জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়