প্রকাশ : ১০ আগস্ট ২০২১, ২০:৩৮
এক রোগী ভর্তিতে ১২০ হাসপাতালের অস্বীকৃতি !
টোকিওতে করোনা আক্রান্ত ১জন রোগীকে ভর্তি করতে অস্বীকৃতি জানিয়েছে ১২০ টি হসপিটাল। সম্প্রতি টোকিওতে অস্বাভাবিকহারে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার ফলে এমন-ই হিমসিম খেতে হচ্ছে হাসপাতালগুলোকে। বিশেষ করে গত ২ বছরের মধ্যে গত কয়েকদিন কোভিড আক্রান্তের সংখ্যা যেকোনো সময়ের চেয়ে উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে এমনটা ঘটে থাকতে পারে; এমন ধারণা করা হচ্ছে।
|আরো খবর
জানা গেছে, সম্প্রতি ৫০ বছর বয়স্ক টোকিওস্থ এক ব্যাক্তির জ্বর হলে তিনি কোভিড টেষ্ট করান। এরপর তিনি বাড়িতেই সুস্থ হয়ে উঠেছিলেন। কিন্তু ২ দিন পরই তার শ্বাসকষ্ট বেড়ে যায় এবং তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ সময় তিনি বিভিন্ন হাসাপাতালে যোগাযোগের চেষ্টা করতে থাকেন। জানা গেছে, প্রায় সাড়ে ৫ ঘন্টা ধরে তিনি ১২০ টি হাসপাতালে যোগাযোগ করলে প্রত্যেকটি হাসপাতালই তাকে ভর্তি করানোর ক্ষেত্রে অপারগতা প্রকাশ করেন।
অবশেষে তাকে টোকিও’র নিপ্পন হাসপাতালে ভর্তি করানো হয়।
এ বিষয়ে প্রত্যাখ্যানকৃত কয়েকটি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান যে, এ সময় শয্যাগুলো খালি না থাকাতে তাদের প্যারামেডিক্স বা অন্যান্য চিকিৎসা প্রতিষ্ঠানের অনুরোধ প্রত্যাখ্যান করতে হয়েছে।
উল্লেখ্য, সোমবার পর্যন্ত করোনাভাইরাস পরীক্ষায় ইতিবাচক ফল আসা প্রায় ১৭ হাজারের বেশি মানুষ বাড়িতে থেকে আরোগ্য লাভ করছেন। এটি এক মাস আগের তুলনায় ১১.৪ গুণ বেশি।