শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৪ জুন ২০২১, ২১:৫৩

পুরানবাজার রাধা মুরারী মোহন জিউড় মন্দিরে চিড়া দধি ও স্নান যাত্রা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
পুরানবাজার রাধা মুরারী মোহন জিউড় মন্দিরে চিড়া দধি ও স্নান যাত্রা অনুষ্ঠিত
পুরানবাজার রাধা মুরারী মোহন জিউড় মন্দিরে চিড়া দধি ও স্নান যাত্রা

চাঁদপুর পুরানবাজার হরিসভা রোডস্থ নবনির্মিত শ্রী শ্রী রাধা মুরারী মোহন জিউড় মন্দিরে গতকাল ২৪ জুন বৃহস্পতিবার সকালে স্নান যাত্রা অনুষ্টিত হয়।

স্নান যাত্রাকে কেন্দ্র করে সকাল থেকে প্রচুর ভক্তবৃন্দ মন্দির প্রাঙ্গণে সমবেত হতে থাকেন। তাদের উচ্চস্বরে হরিনাম কীর্ত্তনে আশপাশের পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য্য ছড়িয়ে পড়ে। ভক্তবৃন্দ দেশ ও জাতির মঙ্গল কামনা করেন এবং বৈশ্বিক মহামারী করোনার হাত থেকে রক্ষায় পরমেশ্বর ভগবানের কাছে প্রার্থনা করেন।

মন্দির কর্তৃপক্ষ সামাজিক নিরাপত্তা রক্ষায় ব্যাপক কার্যক্রম গ্রহণ করেন। তারা আগত ভক্তদের জন্য বিনামূল্যে মাস্ক প্রদানসহ স্যানিটেশনের ব্যবস্থা গ্রহণ করেন। আগত ভক্তবৃন্দ ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে সামাজিক দুরত্বের মধ্যদিয়ে স্নান যাত্রা সম্পন্ন করেন।

আগত ভক্তবৃন্দের প্রতি সেবা প্রদান করেন মন্দিরের সভাপতি রোটারিয়ান রিপন সাহা, সাধারন সম্পাদক সহদেব বর্মন, কোষাধ্যক্ষ সুমন দেবনাথ, মন্দিরের সেবাইয়েত শচীদা নন্দ ব্রহ্মচারীসহ মন্দিরের ভক্তবৃন্দ।

আগের দিন একই নিয়মরীতির মধ্যে দিয়ে চিড়া-দধির মহোৎসব অনুষ্ঠিত হয়। সকল অনুষ্ঠানেই প্রসাদ বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়