বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৩, ২১:৩৬

হাজীগঞ্জে কিশোর হাফেজের মাথা থেতলানো লাশ উদ্ধার

হাজীগঞ্জে কিশোর হাফেজের মাথা থেতলানো লাশ উদ্ধার
কামরুজ্জামান টুটুল

আবদুল্লাহ্ আল কাউসার (১৭) নামের এক কোরআনে হাফেজের মাথা থেতলানো লাশ উদ্ধার করেছে হাজীগঞ্জ থানা পুৃলিশ। হাজীগঞ্জ পৌরসভাধীন মকিমাবাদ গ্রামের আজিজুর রহমান নামের এক প্রবাসীর নির্মানধীন ভবনের লিফটে পড়ে থাকার খবর পায় পুলিশ। এর আগে গত দুই দিন ধরে কিশোর কাউসার নিখোঁজ ছিলেন বলে নিহতের পরিবার দাবী করেছে। এ ঘটনায় সোমবার দিনভর পুলিশ বেশ কয়েকজনকে জিঞ্জাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। ঘটনার ছায়া তদন্তে নেমেছে একাধিক গোয়েন্দা সংস্থা।

খোঁজ নিয়ে জানা যায়, গত  রোববার (২৩ এপ্রিল) দিনগত  রাতে লিফটের গর্তে ঐ প্রবাসীর ভবনের দারোয়ান ছাবের আহাম্মদ ও তার স্ত্রী তাছলিমা বেগম মৃতদেহ দেখতে পায়। পরে স্থানীয় লোকজন ও থানায় গিয়ে পুলিশকে অবহিত করেন তারা।

 কাউসারের বাবা মোস্তফা কামাল জানান, আমার ছেলে কোরআনে হাফেজ। রমজানের মাসে ফরিদগঞ্জ উপজেলায় তারাবির নামাজ পড়ানো শেষে ঈদ করতে বাসায় ফেরেন। বাসায় ফিরে চাকুরির টাকা মায়ের হাতে দিয়ে ঈদের আগের দিনশেষে রাতে অর্থাৎ শুক্রবার দিবাগত রাতে বাসা থেকে বেরিয়ে পড়েন। তারপর বাসায় ফিরেনি। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।  তাদের গ্রামের বাড়ী চাঁদপুর সদর উপজেলার পুরান বাজার এলাকা।

নিহত কাউসারের মা পিয়ারা বেগম বলেন, গত কয়েক মাস আগে তার ছেলে একটি মাদ্রাসার পোস্টার ছিঁড়াকে কেন্দ্র করে স্থানীয় কয়েক কিশোরের সাথে হট্টগোল হয়। আমার ছেলেকে মারধর করতে সেই ছেলেরা আমার বাসায় পর্যন্ত গিয়েছে। 

লাশের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে ও হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ।

 হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ চাঁদপুর কন্ঠকে জানান মৃতদেহের মুখের বাম পাশে ও মাথার বাম পাশে থেতলানো এবং মাথার পিছনের অংশে ফাটা জখম রয়েছে। সুরতহাল রিপোর্ট করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা প্রকৃয়াধীন।

অপর এক প্রশ্নে এই কর্মকর্তা জানান,  জিজ্ঞাসাবাদের জন্য আমরা বেশ কয়েকজনকে  থানায় আনা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়