প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩, ১১:২০
সাংবাদিক শাহিন খলিলের ভাইয়ের মৃত্যুতে ইতালি প্রবাসীদের শোক
ইতালিতে প্রবাসী সাংবাদিক শাহিন খলিল কাউসারের ছোট ভাই তানভীর রহমান তুহিন নিজ বাড়ি কালিগঞ্জ গাজীপুরে শুক্রবার(৩১মার্চ) ভোরে মারা গেছেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৪৩ বছর। জানা গেছে, ডায়াবেটিস ও কিডনি জনিত কারণে সে মারা যায়। মৃত্যুর আগে সে হাসপাতালে এক মাস চিকিৎসাধীন ছিল।
|আরো খবর
শুক্রবার পুনরায় হঠাৎ শরীর অসুস্থ হলে জরুরি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা দেন। তার অকাল মৃত্যুতে ইতালি প্রবাসী সাংবাদিক, রাজনৈতিক,আঞ্চলিক সমিতির ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান,ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাব সভাপতি জমির হোসেন,অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক জাকির হোসেন সুমন এবং সাংবাদিকদের আরও কয়েকটি সংগঠনসহ বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ। প্রয়াত তুহিনের বড় ভাই গাজী টিভির ইতালি প্রতিনিধি। মৃত্যুকালে সে এক ছেলে,দুই মেয়ে,স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মৃত তুহিনের বড় ভাই সাংবাদিক শাহিন বলেন, আমার আদরের ছোট ভাই তানভীর রহমান তুহিন কয়েকদিন হলো আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেল। সে বয়সে আমার অনেক ছোট হলেও আমি যখন বাংলাদেশে যাই তখন সে-ই আমার গার্ডিয়ান ছিল। বাবা-মা চলে গেল সে-ই কবে তারপর তুহিন-ই বাড়িতে গার্ডিয়ান। এখন সেও চলে গেল। আল্লাহ আমার ভাইকে জান্নাত নসীব করুন। তুহিনের বড় ভাবী সাংবাদিক আঁখি সীমা কাউসার জানান,শুক্রবার ভোরে হঠাৎ করে সে তার স্ত্রীকে বলছিল তার জানি কেমন লাগছে। আমি বোধহয় মরে যাব এই বলতে বলতে স্ত্রীর কোলে ঢলে পডে। স্থানীয় হাসপাতালে নেয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আল্লাহ আমার স্নেহের ছোট ভাইকে বেহেশতে একটু জায়গা করে দেন।