রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৯ মার্চ ২০২৩, ১৯:৫৯

ইতালিতে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ইসলামিক আলোচনা ও ইফতার মাহফিল

ইতালি প্রতিনিধি
ইতালিতে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ইসলামিক আলোচনা ও ইফতার মাহফিল

ইতালির রোমে ইসলামিক আলোচনা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ মার্চ সোমবার মাহফিলের আয়োজন করে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালি। রোমের টিএমসি মসজিদে এসময় প্রায় পাঁচ শতাধিক মুসল্লির সমাগম হয়।

পবিত্র মাহে রমাদান এর গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনায় তরপিনাত্তারা মুসলিম সেন্টার জামে মসজিদ টিএমসি'র খতিব মাওলানা হুমায়ুন রশিদ রাজি,বলেন,ইসলামের পাঁচ স্তম্ভের তৃতীয় স্তম্ভ রোজা। আর রমজান হলো আত্মশুদ্ধির মাস।

আয়োজক জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালির সভাপতি সাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক জামিল উদ্দিন উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। তারা বলেন, জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালি ইসলামিক কর্মকাণ্ডসহ বিভিন্ন সমস্যায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। আগামীতেও এই ধারা অব্যাহত রাখবে। তারা আরও বলেন,ইফতার রমজানের পরিবেশ তৈরিতে সহায়ক ভূমিকা পালন করে, মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে এটি একটি বিশেষ নেয়ামত। এতে আল্লাহর প্রতি বান্দার আনুগত্যের দৃষ্টান্ত স্থাপিত হয়।

এছাড়াও উপস্থিত সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আরমান উদ্দিন স্বপনসহ সংগঠনের নেতৃবৃন্দরা অন্যদের মধ্যে রোমের বিশিষ্ট ব্যক্তিত্ব,বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,আঞ্চলিক ও ব্যবসায়িক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পরে প্রবাসী এবং দেশ-বিদেশে সকল মুসলিমদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়