শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ২৪ মার্চ ২০২৩, ১৯:১৬

রমজানের প্রথম জুমায় মুসল্লিদের ঢল

মিজানুর রহমান
রমজানের প্রথম জুমায় মুসল্লিদের ঢল

২৪ মার্চ শুক্রবার ছিল বাংলাদেশে পবিত্র রমজানের প্রথম দিন। শুক্রবার জুমার আজান দেয়ার আগেই মুসল্লিরা ছুটতে থাকেন মসজিদের দিকে। জামাত শুরুর আগেই ঐতিহাসিক পুরাণবাজার জামে মসজিদ,বাইতুল আমিন জামে মসজিদ,চাঁদপুর পৌর কবরস্থান জামে মসজিদ,বেগম জামে মসজিদসহ শহরের এবং উপজেলার প্রত্যেকটি মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মসজিদের ভেতরে স্থান সঙ্কুলান না হওয়ায় নামাজের জামাত রাস্তায় অলিগলিতে ছড়িয়ে পড়ে। মসজিদের ভেতরে জায়গা না পেয়ে মসজিদের ছাদ, খোলা জায়গা, খেলার মাঠ ও রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করেন মুসল্লিরা।

শুক্রবার প্রথম রোজা হওয়ায় চাঁদপুরের প্রতিটি মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছিল। ধর্মপ্রাণ মুসলমানেরা এদিন নামাজের আগে থেকে বয়ান শুনতে মসজিদগুলোতে উপস্থিত হন। প্রতিটি মসজিদে রমজান মাসের ইমান, আমল ও গুরুত্ব নিয়ে বিশেষ বয়ান করা হয়।

জুমার নামাজ শেষে মোনাজাতে মহান আল্লাহর সাহায্য কামনা করেন। আল্লাহ যেন সকলধর্মপ্রাণ মুসলমানের হায়াত দান করেন তারা যেন প্রথম রোজা শেষ রোজা পর্যন্ত আল্লাহর হুকুম রোজা পালন করতে এবং রহমত বরকত মাগফেরাত কামনা করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন সে সুযোগ যেন আল্লাহ দান করেন । রমজানের প্রথম জুমায় চাঁদপুর জেলা শহরের ঐতিহাসিক পুরাণবাজার বড় মসজিদে ছিল মুসল্লিদের উপচেপড়া ভিড়। মসজিদে মুসল্লিদের ভিড়ে তিল ধারণের ঠাঁই ছিল না। রমজানে আল্লাহর বিশেষ নেয়ামতের আশায় এখানে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এই বড় মসজিদের খতিব ও ইমাম মুফতি ইব্রাহিম খলিল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়