প্রকাশ : ০৬ আগস্ট ২০২১, ১১:১৯
আজ আরবি বছরের শেষ জুমা
আজ ১৪৪২ হিজরী সনের ২৬ জিলহজ শুক্রবার শেষ জুমা। এ জুমা তেই দূর হয়ে যাক ভয়ানক মহামারী করোনা। এই করোনায় বাংলাদেশে ২০ হাজারেরও বেশি মানুষ মারা গেছে। সে কান্না এখনো থামেনি। পুরনো দিনের হিসাব-নিকাশ কষে নতুন বছরে নতুন দিগন্ত শুরু হোক এই ফরিয়াদ করি আমরা সবে।
আজ দেশের সাড়ে তিন লক্ষ মসজিদে একযোগে জুমার নামাজ আদায় হবে এবং ফরিয়াদ হবে হে আল্লাহ করোনা মহামারী থেকে রক্ষা করো এবং আমাদের দেশকে শান্তি ও কল্যাণ ভরপুর করে দাও। আমরাও সাধারন মুসলিম হিসেবে সেই দোয়াই সামিল হতে পারি। আসুন সবাই জুমার সালাত আদায় করি। তথ্য সূত্র : ইসলামিক ফাউন্ডেশন।