প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২২, ২১:৫৪
চাঁদপুরে এতিম শিশুদের খাবার দিলো ‘আমরা আলোকিত নারী’
মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুরে নারী উদ্যোক্তাদের সংগঠন ‘আমরা আলোকিত নারী’র পক্ষ থেকে একশ’ এতিম শিশুর মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে। ১৭ ডিসেম্বর শনিবার দুপুরে চাঁদপুর শহরের বাবুরহাট সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের সাথে দুপুরের খাবার বিতরণে অংশগ্রহণ করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজসহ সংগঠনের উদ্যোক্তা নারীরা।
|আরো খবর
খাবার পরিবেশন কাজে সার্বিক সহযোগিতা করেন চাঁদপুর সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক আল্পনা চাকমা।
সংগঠনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট শারমিন আক্তার জুঁই’র সার্বিক তত্ত্বাবধানে এই এতিমদের জন্যে এই খাবার পরিবেশনের আয়োজন করা হয়। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক কার্যক্রম করে আসছে। তারই ধারাবাহিকতায় এতিমদের জন্যে এই আয়োজন।
এতিমদের মাঝে খাবার পরিবেশনের পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ বলেন, বাংলাদেশের প্রায় অর্ধেকই নারী। নারীরা এখন আর পিছিয়ে নেই। সরকার নারীর ক্ষমতায়ন ও নারীদের দক্ষতা অর্জন সুযোগ করে দিচ্ছে। যার ফলে বর্তমানে সরকারের উন্নয়ন ও অগ্রগতির প্রত্যেকটি কাজে নারীদের সক্রিয় অংশগ্রহণ রয়েছে।
শিশুদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকের যেসব নারী তোমাদের জন্যে নিজেদের তৈরি খাবার নিয়ে এসেছেন, তাদের থেকে তোমাদের শিক্ষণীয় আছে। কারণ বড় হয়ে তোমাদেরও প্রত্যেককে এক একজন উদ্যোক্তা হতে হবে।
উদ্যোক্তাদের উদ্দেশ্যে সানজিদা বলেন, আপনারা নিজেদের যোগ্যতা ও মেধা চর্চায় সফল হয়েছেন। আমার অনুরোধ থাকবে এতিম শিশুদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনারা ভূমিকা রাখবেন এবং তাদেরকে কাজ করার সুযোগ করে দিবেন।
উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নিলুফার রহমান নীলা, জেনারেল সেক্রেটারী সোনিয়া রহমান, জয়েন্ট সেক্রেটারী আমেনা বারি মৌসুমী, সোস্যাল এডমিন তানজিলাল ঝুম ও মুসরাত মুন্নি, সদস্য মারিয়া মেহজাবিন, ফাহমিদা ইশা, ফাতেমা নিশি ও ফারজানা আক্তার।