শুক্রবার, ০২ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২২, ০০:০০

শাহরাস্তিতে দুইশ’ বছরের প্রাচীন রাস্তায় টিনের বেড়া

শাহরাস্তিতে দুইশ’ বছরের প্রাচীন রাস্তায় টিনের বেড়া
ফারুক চৌধুরী ॥

শাহরাস্তিতে জনসাধারণের চলাচলের দুইশ’ বছরের পুরানো রাস্তা বন্ধ করে দিয়েছে ক’জন দুষ্কৃতিকারী। এ রাস্তাটি বন্ধ হওয়ায় দুর্ভোগ-দুর্দশায় পড়েছেন শিক্ষার্থী, শিশু, বৃদ্ধসহ বিভিন্ন বয়সের মানুষ। রাস্তার প্রতিবন্ধকতার কারণে নিত্যদিনের কাজকর্ম সম্পন্ন করতে তারা সমস্যায় পড়ছেন। ভুক্তভোগীরা বিষয়টি ইতোমধ্যে স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কাছে লিখিতভাবে অবগত করেছেন।

ভোগান্তির শিকার পরিবারের সদস্যরা জানায়, উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের পাথৈর মিজি বাড়ি (ছোট বেলার বাড়ির) মৃত নূর মিয়ার ছেলে আলী হোসেন, ওমর আলীর ছেলে হারুন রশিদ, মনির হোসেন, নুর হোসেন গং ১৫ দিন পূর্বে ৩০টি পরিবারের ২শ’ বছরের পুরানো চলাচলের রাস্তায় টিনের বেড়া দেয়। এতে পরিবারগুলোর চলাচলের পথ বন্ধ হয়ে যায়। বর্তমানে তারা চরম দুর্ভোগ পোহাচ্ছে।

ভোগান্তির শিকার পরিবারগুলো উপজেলা নির্বাহী অফিসারের বরাবর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটি লিখিত আবেদন করেন। আবেদনসূত্রে জানা যায়, ৩০টি পরিবারের ওই বাড়িতে প্রায় ১শ’ মানুষ বাস করে। হঠাৎ করে বসতঘরের দক্ষিণ-পূর্ব কোণে টিনের বেড়া দিয়ে জনচলাচলের পথ প্রতিবন্ধকতা সৃষ্টি করে দুষ্কৃতিকারীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়