সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫  |   ৩৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ আগস্ট ২০২১, ১২:৪৬

কিশোরী ভাতিজি ধর্ষণের দায়ে চাচা গ্রেফতার

কামরুজ্জামান টুটুল
কিশোরী ভাতিজি ধর্ষণের দায়ে চাচা গ্রেফতার

কিশোরী ভাতিজিকে (১৪) ধর্ষণের দায়ে চাচা আব্দুর রশিদকে (৩৫) গ্রেফতার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। এর আগে স্থানীয়রা চাচাকে আটক করে ৯৯৯ ফোন করলে পুলিশ গিয়ে চাচাকে গ্রেফতার করে।

ঘটনাটি দুপুরের হাজীগঞ্জের ৬নং বড়কূল পূর্ব ইউনিয়নের মোল্লাডহর গ্রামের। আব্দুর রশিদ ওই গ্রামের নোয়া বাড়ীর আব্দুস সোবাহানের ছেলে। কিশোরীর পরিবারের পক্ষ থেকে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের অভিযোগ এনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

কিশোরীর মা জানান, আমরা নতুন বাড়িতে থাকি। বাড়ি থেকে নৌকায় করে পাশের দোকানে সদায় আনতে যাই। এই সুযোগে আমার মেয়েকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে দেবর রশিদ। আমি ঘরে ফিরে মেয়ের দিকে তাকালে সে আমাকে জড়িয়ে হাউমাউ করে কেদে উঠে সকল ঘটনা খুলে বলে।

স্থানীয় ইসমাইল ও আলমগীর হোসেন বলেন, মেয়েটির পরিবারের কান্নাকাটি শুনে আমরা ঘটনাস্থলে যাই এবং ধর্ষককে আটক করি। তবে আমরা যাওয়ার পূর্বে মেয়েটির বাবা ৯৯৯ নম্বরে ফোন দেয়। এরপর রাতেই পুলিশ আসলে আমরা ধর্ষককে পুলিশের হাতে তুলে দেই।

হাজীগঞ্জ থানার উপ- পরিদর্শক জয়নাল আবেদীন বলেন, জরুরী সেবার ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাই।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ জানান, কিশোরির পরিবারের লিখিত অভিযোগ ভিত্তিতে মেডিক্যাল চেকআপের জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কিশোরীকে আর আটক আব্দুর রশিদকে আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়