প্রকাশ : ০৮ নভেম্বর ২০২২, ১৫:৫২
মতলবের কালিকাপুরে মারধরের ঘটনায় কিশোরের মৃত্যু

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে মারধরের ঘটনায় জোবায়ের (১৪) নামে এক কিশোরের ৭ নভেম্বর দুপুরে মৃত্যু হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
এলাকাবাসী জানায়, প্রতিদিনের মতো গত ৬নভেম্বর বাচ্চু গাজীর ছেলে জোবায়ের গাজী ছাগল নিয়ে বাড়ীর পাশে খালপাড়ে খাস খাওয়াতে যায়। প্রায় প্রতিদিনই সে পাশ্ববর্তী লক্ষীপুর গ্রামের মুন্সীর বাড়ীতে পানি খেতে যেতো। কিশোর পানি খেয়ে ফেরার পর ওই বাড়ীর লিটন মুন্সীর ৫০ টাকা নিয়েছে বলে তাকে বাড়ীতে ডেকে নিয়ে লিটন মুন্সী দরজা বন্ধ করে তাকে মারধর করে। এ ঘটনা জোবায়ের পরিবার জানতে পেরে জোবায়েরকে খোঁজতে বের হয়। ভয়ে জোবায়ের তার নানার বাড়ী তুলপাই চলে যায়। রাতেই ওই কিশোরের প্রচন্ড জ্বর, পাতলা পায়খানা ও বমি হয়। অবস্থার বেগতিক দেখে তাকে নারায়নপুর প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য মতলব হাসপাতালে পরে চাঁদপুর হাসপাতালে প্রেরণ করে। পথিমধ্যে জোবায়েরের মৃত্যু হয়।
ঘটনাটি জানাজানি হলে মতলব দক্ষিণ থানার অফিসার ঘটনাস্থলে যান এবং ময়না তদন্তের লাশ জন্য চাঁদপুরে প্রেরণ করেন।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ময়না তদন্তের জন্য লাশ চাঁদপুরে প্রেরণ করি। এখন পর্যন্ত কোন মামলা হয়নি।