প্রকাশ : ০৭ নভেম্বর ২০২২, ১৪:৪৫
মুন্সিগঞ্জ শ্রীনগরে ফাতেহা ইয়াজদাহাম পালিত
মুন্সিগঞ্জ শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় ফাতেহা ইয়াজদাহাম পালিত। ৭ নভেম্বর মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাগড়া গ্রামে মরহুম ইমান আলীমুন্সী সাহেবের বাসভবনে বাদ যোহর ফাতেহা ইয়াজদাহাম উপলক্ষে ইসলামী আলোচনা সভাঅনুষ্ঠিত হয়। এরপর দোয়া মাহফিল, মোনাজাতশেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। উক্ত অনুষ্ঠানে ধর্মপ্রাণ মুসলমাগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি রসঞ্চালনের দায়িত্বে ছিলেন, মোঃ আলম সিদ্দিকী ও সার্বিক তত্ত্বাবধানে মহিউদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা আবু সাঈদ
তিনি তার বক্তেব্য, বড় পীর আব্দুল কাদির জিলানী (রাঃ) জীবন বৃত্তান্ত, অলৌকিক ঘটনাবলী, বিস্তারিত তুলে ধরেন। এরপর দোয়া ও মোনাজাত ও পরিচালনা করেন। উল্লেখ্য যে শতাধিক বছর পূর্বে মরহুম ইমান আলী মুন্সি। ভারতের আসাম শহরে ব্যবসা করেছেন সেই সময়ে আজমীর শরীফে হযরত বড় পীর আব্দুল কাদির জিলানী (রাঃ) কাদিরিয়া তরিকা গ্রহণ করেন। কর্মজীবন শেষে নিজ দেশ বাংলাদেশে চলে আসার পর হতে তিনি প্রতিবছর বড় পীর আব্দুল কাদির জিলানী (রঃ) ওফাত দিবসে ফাতেহা ইয়াজদাহাম পরিচালনাকরে আসছিলেন। তার মৃত্যু পূর্ব পর্যন্ত তিনি তা অব্যাহত রাখেন, তিনি ওফাতের পর তার বংশধররা ও ফাতেহাইয়াজ দাহাম প্রতি বছর পালন করে আসছেন।