প্রকাশ : ২৩ জুন ২০২১, ০৮:৪০
চাঁদপুর দারুচ্ছুন্নাত দীনিয়া মাদ্রাসায় এতিমদের নিয়ে দোয়া অনুষ্ঠান
২২ জুন বিকেলে চাঁদপুর পৌরসভা ১৩নং ওয়ার্ডে ছারছীনা পীর ছাহেবের খানকায়ে ছালেহিয়া মোহেব্বিয়া কমপ্লেক্সে চাঁদপুর দারুচ্ছুন্নাত দীনিয়া মাদ্রাসার এতিম ছাত্রদের নিয়ে দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
অনুষ্ঠানে দোয়া মোনাজাত করেন জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি ও খানকায়ে ছালেহিয়া মোহেব্বিয়া কমপ্লেক্সের সভাপতি মাওলানা মোঃ সাইফুদ্দিন খন্দকার। উপস্থিত ছিলেন চাঁদপুর শহর জমইয়াতে হিযবুল্লার সভাপতি মুফতি মোহাম্মদ জিয়াউদ্দিন খন্দকার, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবদুর রহমান গাজী, খানকায়ে ছালেহিয়া মোহেব্বিয়া কমপ্লেক্সের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হাসান আলী ভূঁইয়া, চাঁদপুর সদর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ওমর ফারুক, মির্জাপুর জামে মসজিদের ইমাম মাওলানা ফারুকুল ইসলাম, চাঁদপুর দীনিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা আবদল মান্নান, হাফেজ মাওলানা মোঃ শাহাদাত হোসেন, মাওলানা মোঃ জাহিদুল ইসলাম সালেহী, মাওলানা মোঃ আবু সুফিয়ান, মেহেদী হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চাঁদপুরে করোনাকালে অসহায় মানুষের জন্যে সরকারের পক্ষ হয়ে নিরলস কাজ করেছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। সে কাজের কৃতজ্ঞতা স্বরূপ খানকায়ে ছালেহিয়া মোহেব্বিয়া কমপ্লেক্স কমিটির নেতৃবৃন্দ ছারছীনা শরীফের প্রতিষ্ঠাতা আল্লামা শাহ সুফি নেছারুদ্দীন আহমদ (রহঃ)-এর হাতে লেখা একসেট কিতাব উপহার হিসেবে তুলে দেন তাকে। এছাড়া তিনি যেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সচিব পদে সুনামের সাথে সুস্বাস্থ্য নিয়ে কাজ করতে পারেন-সেজন্যে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।