প্রকাশ : ২৩ জুন ২০২১, ০৮:৩৯
জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস্-এর মতলব উত্তর উপজেলা কমিটি গঠন
সরকার অনুমোদিত মানবাধিকার সংগঠন ‘জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস্’-এর মতলব উত্তর উপজেলা শাখা কমিটি গঠন করা হয়েছে। গত ২০ জুন সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অ্যাডঃ মোঃ মনির হোসেন ও মহাসচিব লায়ন মোঃ মফিজুর রহমান খান বাবু উক্ত ১০১ সদস্য কমিটি অনুমোদন দেন। পরে কমিটির নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
কার্যকরি কমিটির সাথে ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ হলো : প্রধান উপদেষ্টা এম. ইসফাক আহসান, সম্মানিত উপদেষ্টা অ্যাডঃ শামীমুল ইসলাম, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু (বাতেন), ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, ছেঙ্গারচর পৌরসভার প্যানেল মেয়র আঃ মান্নান বেপারী, কাউন্সিলর শাহাদাৎ হোসেন খোকন ঢালী, ফখরুল ইসলাম সরকার, মোঃ ফারুকুল ইসলাম পাটোয়ারী, প্রভাষক মেহেদী মাসুদ, রজ্জব আলী মাস্টার ও লেখক খোরশেদ আলম বিপ্লব।
জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস্-এর মতলব উত্তর উপজেলা শাখার নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছে সাংবাদিক ইসমাইল খান টিটু, সিনিয়র সহ-সভাপতি মিলাদ বেপারী, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাংবাদিক জাকির হোসেন বাদশা। সহ-সভাপতি পদে রয়েছেন কামরুল সরকার, একেএম গোলাম নবী খোকন, মুজিবুর রহমান, মুক্তার পাটোয়ারী, মোহাম্মদ হোসাইন শিপু ও গোলাম মহিউদ্দিন। সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক এম পারভেজ পাটোয়ারী, সহ-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির চাঁন মিয়া মাস্টার, মোঃ কামাল হোসেন ও আব্দুল হক। সাংগঠনিক সম্পাদক আরাফাত আল-আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক শাহআলম সরকার, আরমান তালুকদার, মোঃ ইব্রাহিম খলিল, প্রতিবেদক ও পর্যবেক্ষন বিষয়ক সম্পাদক রবিউল আউয়াল (রবি), তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাংবাদিক আব্দুল বারী, শিক্ষা বিষয়ক সম্পাদক সূফী আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক দুলাল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক সামিনাজ আক্তার (পলি), কার্যনিবার্হী সদস্য সাংবাদিক মমিনুল ইসলাম ও গোলাম হোসেন জহির।