প্রকাশ : ২৬ অক্টোবর ২০২২, ১৯:৩৯
সুনামির মত ঢেউ, ডুবল পণ্যবাহী ট্রলার
শান্ত মেঘনা-ডাকাতিয়া নদীতে হঠাৎ সুনামির মত বড় ঢেউয়ের আঘাতে চাঁদপুর নদী বন্দরে পণ্যবাহী একটি ট্রলার ডুবে গেছে। এ সময় বন্দরে ভেড়ানো ডিঙ্গি নৌকাসহ অন্য নৌযানগুলো মুহূর্তের মধ্য তছনছ হয়ে যায়। বুধবার (২৬ আগস্ট) বেলা ১২টার দিকে চাঁদপুর নদী বন্দরের পুরাণবাজার ভূঁইয়ার ঘাট সংলগ্ন পন্টুনঘাটে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রলারটি পাড়ে টেনে নিয়ে উদ্ধারে কাজ করছেন মাঝি মাল্লা ও স্থানীয়রা।
|আরো খবর
ট্রলার মাঝি মোকলেছ মাঝি বলেন, হাইমচর ঈশানবালা চরের মালামাল নিতে ট্রলারটি ওইঘাটে ছিলো। কোনো কিছু বুঝে উঠার আগেই সুনামির মত পাহাড়ের ন্যায় আচমকা বড় ঢেউ আঘাত হানলে তার ট্রলারটি ডুবে যায়। কি থেকে এ ঢেউ আসলো প্রত্যক্ষদর্শীরা কেউ কিছু বলতে পারছে না। এই ঢেউয়ে ঘাটে থাকা অন্যান্য নৌযান এলোমেলো হয়ে যায়। তখন সেখানে সবাই আতঙ্কিত হয়ে পড়ে।
অনেকে ধারণা করছে বড় নদী দিয়ে সম্ভবত বড় কোন জাহাজ যাওয়াতে এমন ঢেউ সৃষ্টি হতে পারে। আবার অনেককে বলতে শোনা যায় বড় জাহাজ যাওয়ার কোন কিছুই তাদের চোখে পড়েনি।