শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২২, ০৮:২৭

জেলা শিল্পকলা একাডেমীর সম্মাননায় ১৫ গুণী ব্যক্তি মনোনীত

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
জেলা শিল্পকলা একাডেমীর সম্মাননায় ১৫ গুণী ব্যক্তি মনোনীত

চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীর তিন বছরের সম্মাননরা জন্য পনর গুণী ব্যক্তি মনোনীত হয়েছেন। এদের সম্মাননা প্রদান অনুষ্ঠান সুবিধাজনক সময়ে আয়োজন করা হবে বলে শিল্পকলা একাডেমী সূত্রে জানা গেছে।

গত ২৮ সেপ্টেম্বর এ সম্মাননা প্রদান কমিটির সভা অনুষ্ঠিত হয়। এ সভায় চাঁদপুর জেলার ৩৮ জন গুণী ব্যক্তির তথ্য পর্যালোচনা করে ১৫ জনকে সর্বসম্মতিক্রমে মনোনীত করা হয়। চাঁদপুরের জেলা প্রশাসক ও শিল্পকলা একাডেমী সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে উক্ত সভার আয়োজন করা হয়।

এ সভায় ২০১৯ সালের সম্মাননার জন্যে সংগীতে মনোজ আচার্যীকে এবং চিত্রকলার মইনুদ্দিন লিটন ভূঁইয়াকে, আবৃত্তিতে সামীম আহমেদ খানকে ও সৃজনশীল সংগঠক হিসেবে তপন সরকারকে, ২০২০ সালের সম্মাননার জন্যে সংগীতে রফিক আহমেদ মিন্টুকে, নাট্যকলায় একে আজাদকে, চিত্রকলা অজিত দত্তকে, যন্ত্রসঙ্গীতে পরিমল দাস নূপুরকে, সৃজনশীল সংগঠক হিসেবে হিতেশ শর্মাকে এবং ২০২১ সালের সম্মাননার জস্যে সংগীতে মানিক রায়কে, নাট্যকলা এসএম জয়নাল আবেদীনকে, নৃত্যকলায় সোমা দত্তকে, যন্ত্রসঙ্গীতে দিলীপ কুমার ঘোষকে ও লোক সংস্কৃতিকে ডাঃ পীযূষ কান্তি বড়ুয়াকে মনোনীত করা হয়।

গত ১১ অক্টোবর ২০২২ জেলা প্রশাসক উক্ত সভার কার্যবিবরণীতে স্বাক্ষর করেন, যেটির সূত্রে উপরোক্ত গুণীদের মনোনয়ন সম্পর্কে জানা যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়