শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শাহরাস্তিতে জেলা ছাত্রলীগ নেতা গ্রেফতার, চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২২, ১৫:২৮

ইতালি প্রবাসীদের অভিনন্দন

বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সংগঠনিক সম্পাদক এ্যাড আনিচ

জমির হোসেন
বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সংগঠনিক সম্পাদক এ্যাড আনিচ

ইতালি প্রবাসী ব্যবসায়ী, ছাত্র সংগ্রাম পরিষদের সাবেক তুখোর ছাত্র নেতা এ্যডভোকেট আনিচুজ্জামান আনিচ জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার এই সংবাদে ইতালি প্রবাসী বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ এ্যড.আনিচকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ইতালিতে রাজনৈতিক নেতা ও বিশিষ্ঠ ব্যবসায়িক এম এ রব মিন্টু, সাংবাদিক রিপন খান,সোহাগ খান এবং ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাব সভাপতি জমির হোসেনসহ আরও অনেকে। জানা গেছে, কাউন্সিলে জাসদের স্থায়ী কমিটির সর্ব সম্মতি ও সিদ্ধান্ত মোতাবেক আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাসদ জোটগতভাবে কিংবা এককভাবে নির্বাচন করলে এ্যডভোকেট আনিচুজ্জামান আনিচকে বরিশাল-০২ (বানারীপাড়া -উজিরপুর ) সংসদীয় আসনে প্রার্থী হিসেবে মনোনীত করার সিদ্ধান্ত নেওয়া হওয়ার খবরে বরিশাল -০২ উজিরপুর বানারীপাড়ার জাসদ নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃস্টি হয়েছে। জাসদের দলীয় সূত্র জানায়, গত ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সারা দেশের কাউন্সিলাররা অংশ নেন। এসময় সর্ব সম্মতিক্রমে বরিশালের বানারীপাড়া উপজেলার কৃতি সন্তান বিএম কলেজ এর সাবেক তুখোর ছাত্র নেতা এড আনিচুজ্জানকে সংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। এড আনিচুজ্জামান আনিচ ৯০’র দশকে বিএম কলেজ এর তুখোর ছাত্র নেতা ছিলেন। গরীব অসহায় ও সাধারন শিক্ষার্থীদের বিভিন্ন দাবী আদায়ে আন্দোলন সংগ্রাম করে সাধারন সিক্ষার্থীদের কাছে একজন জনপ্রিয় নেতা হয়ে ওঠেন ।

এছাড়া ২০০৩ সালে সর্বদলীয় ছাত্রসংগ্রাম পরিষদের অন্যতম নেতা ছিলেন তিনি। দীর্ঘ ৩০ বছর ধরে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন। গত জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-০২ (বানারীপাড়া -উজিরপুর ) সংসদীয় আসনে জাসদের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করেন তিনি। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি যে কোন জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাংগঠনিক ভাবে। ইতিমধ্যেই জাসদের সভপতি জাতীয় নেতা বীর মুক্তিযোদ্ধা শরীফ নুরুল আম্বিয়া ও সাধারন সম্পাদক নাজমুল হক প্রধান এড আনিচকে বরিশালে বিশেষ করে উজিরপুর ও বানারীপাড়ায় দলকে সু-সংগঠিত করে সকলকে নিয়ে এলাকায় কাজ করার নির্দেশ দেন। দলের সভাপতি ও সাধারন সম্পাদকের এমন নির্দেশনার পর এড আনিচের পাশাপাশি তার কর্মি সমর্থকরা এলাকায় দলীয় কর্মকান্ড শুরু করে দিয়েছেন। শিঘ্রই বানারীপাড়া ও উজিরপুরে দলীয় কর্মসুচি পালন করা হবে বলে জানান সংগঠনের নেতা কর্মীরা । এ বিষয়ে জাসদের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আনিচুজ্জামান আনিচ বলেন, দীর্ঘ দিন ধরে তিনি ছাত্র রাজনীতি ও জাসদের রাজনীতিতে সক্রিয় রয়েছেন। সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমি উজিরপুর ও বানারীপাড়া সংসদীয় আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি। তিনি বলেন ছাত্র রাজনীতি করাকালীন সময়ে আমি সবসময় গরীব অসহায় ও সাধারন শিক্ষার্থীদের জন্য কাজ করেছি। আর যদি সুযোগ পাই তবে সারা জীবন গরীব অসহায় ও খেটে খাওয়া মানুষের জন্য কাজ করে যাবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়