শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২২, ১৮:০৯

ত্রিপুরার লেখক-সাংবাদিকদের সাথে চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
ত্রিপুরার লেখক-সাংবাদিকদের সাথে চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতের ত্রিপুরা রাজ্যের স্যন্দন পত্রিকা ও স্যন্দন টিভির ডিরেক্টর অরিন্দম দে, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমিত ভৌমিক এবং বরেণ্য আবৃত্তি শিল্পী শাওলী রায়ের সাথে চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন। গতকাল মঙ্গলবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি গিয়াসউদ্দিন মিলনের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের সঞ্চালনায় ত্রিপুরার এই বরেণ্য তিন লেখক সাংবাদিক ও শিল্পী ছাড়াও প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, শহীদ পাটোয়ারী, সিনিয়র সহ-সভাপতি রহিম বাদশা ও সহ-সভাপতি সোহেল রুশদী। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি বিএম হান্নান, সাবেক সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ ও বিশিষ্ট লেখক সাহিত্যিক ফরিদ হাসান।

ত্রিপুরার বিশিষ্টজনরা চাঁদপুর সফরে এসে এখানকার আতিথেয়তা এবং প্রেসক্লাবে তাদেরকে যে সম্মান দিয়েছে তার জন্যে তাঁরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে ত্রিপুরাবাসী বাঙালিদের যে আশ্রয় এবং সহযোগিতা করেছে তার জন্য তাঁরা গর্বিত বলে জানান।

অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁদেরকে শুভেচ্ছা ক্রেস্ট এবং কিছু বই উপহার দিয়ে সম্মানিত করা হয়। এছাড়া লেখক ও সাহিত্যিক ফরিদ হাসানের লেখা তিনটি বইও তাঁদেরকে প্রদান করা হয়। ত্রিপুরার স্যন্দন পত্রিকা ও টিভির পক্ষ থেকেও চাঁদপুর প্রেসক্লাবকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়