বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

হারুন আল রশীদের বিবৃতি

হারুন আল রশীদের বিবৃতি
অনলাইন ডেস্ক

চাঁদপুরের ইলিশ উৎসবের রূপকার, মুক্তিযুদ্ধের বিজয় মেলার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের মহাসচিব হারুন আল রশীদ গণমাধ্যমে প্রকাশার্থে এক বিবৃতি প্রদান করেছেন। তিনি তাঁর বিবৃতিতে বলেন, কোনো কোনো পত্রিকায় আমার নামে আমার কোনো ধরনের অনুমতি বা সম্মতি ব্যতিরেকে বারবার বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে বা হচ্ছে। এ বিজ্ঞাপনকে কেন্দ্র করে বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝির অবকাশ যতোটা না তৈরি হয়েছে, তারচে’ একটি মহল আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অপপ্রচারের সুযোগ কাজে লাগাতে বেশি তৎপর হয়েছে। এজন্যে আমি বিব্রত ও অপমানিত বোধ করছি।

সবার জ্ঞাতার্থে বলছি, বিগত দীর্ঘ ১৪ বছর যাবৎ আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নই। অথচ কোনো কোনো পত্রিকায় ১৭ মার্চ জাতির পিতা বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর জন্মদিনে আমার ছবিসহ শুভেচ্ছা বিজ্ঞাপন এবং ঐ একই পত্রিকায় কিছুদিন পরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতেও ছবিসহ শুভেচ্ছা বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। আমি ফোনে এমন বিজ্ঞাপন দেয়ার জন্য কাউকে বলেছি, কিংবা আমার পক্ষে কেউ বলেছেন এমন কোনো ফোন কল বা রেকর্ড কেউ দেখাতে পারবে না।

আমি হলফ করে বলতে চাই, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। তাঁর আদর্শিক চেতনা, বিশেষ করে বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা আমার অন্তরে ও রক্তে নিত্য প্রবহমান। মুক্তিযুদ্ধের আদর্শের একজন সংস্কৃতি কর্মী হিসেবেই আমি সংস্কৃতি অঙ্গনে আমার অবস্থান স্পষ্ট করতে সক্ষম হয়েছি বলে দৃঢ়তার সাথে দাবি করছি। আমি এমন কর্মী হিসেবে আমৃত্যু বেঁচে থাকতে চাই, কোনো রাজনৈতিক দলের কর্মী হিসেবে নয়। তারপরও কেউ যদি গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্য যে কোনো মাধ্যমে আমার অনুমতি বা সম্মতি ছাড়া আপত্তিকর পরিচয় সম্বলিত কোনো বিজ্ঞাপন বা নেতিবাচক কিছু আমার বক্তব্য ব্যতীত উদ্দেশ্যমূলকভাবে প্রচারের প্রয়াস চালান, তাহলে আমি যথাযথ আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো। আমি আমার সম্পর্কিত সকল অপপ্রচার ও বিভ্রান্তি নিরসনে সচেতন প্রতিটি মানুষের সহযোগিতা কামনা করছি। বলা দরকার, আমরা দেশের স্বার্থে, জনকল্যাণে সৃষ্টিশীলতা/ সৃজনশীলতায় বিশ্বাসী। কোনো ধরনের ভণ্ডামি বা ডাবল স্ট্যান্ডার্ডরূপী কর্মকাণ্ডের প্রমাণ সুদিন-দুর্দিনে তথা কক্ষণোই আমার বিরুদ্ধে কেউ উপস্থাপন করতে পারবে না ইনশাল্লাহ। আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি, বিগত বছরগুলোতে নানা প্রতিকূলতা, হুমকি-ধমকি ডিঙ্গিয়ে সংস্কৃতি অঙ্গনের পরীক্ষিত সৈনিক হিসেবে নিজেকে প্রমাণ করার নজির সৃষ্টিতে এবং স্বচ্ছতা বজায়ে সক্ষম হয়েছি। মহান আল্লাহ সেই সক্ষমতাতেই আমাকে অটুট রাখুক-সকলের নিকট সেই দোয়া কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়