সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২২, ০১:১৮

স্বর্ণের দুলের জন্য শিশু খুন ॥ প্রতিবেশীর আলমারিতে মিলল লাশ

অনলাইন ডেস্ক
স্বর্ণের দুলের জন্য শিশু খুন ॥ প্রতিবেশীর আলমারিতে মিলল লাশ

শিবপুর উপজেলার যোশর ইউনিয়নে সায়মা জাহান (৮) নামের এক শিশুর বস্তাবন্দী মরদেহ ঘরের আলমারি থেকে উদ্ধার করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আজিম উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া হানিফ মিয়ার ঘরের আলমারি থেকে মরদেহ উদ্ধার করা হয়। একই দিন দুপুরে বাড়ির পাশ থেকে নিখোঁজ হয় সায়মা। নিহত সায়মা যোশর গ্রামের সারোয়ার জাহানের মেয়ে। বুধবার সকালে শিবপুর মডেল থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শিশু সায়মা জাহান মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে দুপুর গড়িয়ে বিকেল হলেও ঘরে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এ সময় কোথাও সন্ধান না পেয়ে খেলতে যাওয়া পাশের বাড়ির ভাড়াটিয়া হানিফ মিয়ার শিশুসন্তানকে জিজ্ঞেস করলে সে জানান, সায়মা তাদের ঘরে আছে।

এ সময় হানিফের ঘরে তল্লাশি চালিয়ে আলমারিতে বস্তাবন্দী অবস্থায় শিশু সায়মার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ভাড়াটিয়া হানিফ ও তার স্ত্রী শেলী বেগমকে আটক করে স্থানীয়রা। পরে এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সায়মার মরদেহ উদ্ধার করে। নিহত শিশুর স্বজনরা জানান, শিশু সায়মা জাহানের কানে (স্বর্ণ) দুল ছিল। দুল দুটো নিতেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

শিবপুর মডেল থানার ওসি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত শিশুর শরীরে কোন আঘাতের চিহ্ন না থাকায় শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়