রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২২, ১৯:০২

বিষ্ণুদীতে নামাজ পড়ে সাইকেল পেলো ১৪ কিশোর

স্টাফ রিপোর্টার
বিষ্ণুদীতে নামাজ পড়ে সাইকেল পেলো ১৪ কিশোর

শিশু কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন বিষ্ণুদী গ্রামের ইটালিয়ান প্রবাসী মোঃ ওমর ফারুক। টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ১৪ কিশোরকে বাইসাইকেল পুরস্কার দেয়া হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় চাঁদপুর পৌরসভার বিষ্ণুদী রোডস্থ বাইতুস সালাত ঢালী মসজিদ প্রাঙ্গণে ওই কিশোরদের এ পুরস্কার তুলে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, মসজিদের ইমাম মাওঃ মোঃ জয়নাল আবেদীন, প্রবাসী মোঃ ওমর ফারুকের বড় ভাই লাকী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ, মেজো ভাই মোঃ আবু তাহের ও ভাতিজা মোঃ তানভীর হোসেন আজাদ, কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৬ এর সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজী।

কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৬ এর সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজী জানান। মূলত তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতেই এ আয়োজন করেছেন ইটালিয়ান প্রবাসী ওমর ফারুক। বর্তমানে পাড়া মহল্লায় কিশোরগ্যাং য়ের উৎপাত বেড়েই চলছে। তরুণ উত্তি বয়সের ছেলেরাও মাদকের প্রতি আসক্ত হতে দেখা যায়। এমন অবস্থায় কিশোরদের নিয়ে নামাজে মনোনিবেশন করতে এ আয়োজন সত্যিই প্রশংসিত।

মসজিদের ইমাম মসজিদের ইমাম মাওঃ মোঃ জয়নাল আবেদীন জানান, গত ৩১ জুলাই থেকে এই প্রতিযোগিতা শুরু হয়। যেখানে বিষ্ণুদী এলাকার ১৭ শিশু-কিশোর অংশ নেয়। টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করতে সক্ষম হয় ১৪ কিশোর। শিশু কিশোরদের নামাজে আগ্রহী করতেই এই সাইকেল বিতরণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় পর্যবেক্ষণ আমি ও আমার মুয়াজ্জিন সাহেব করেছি। এতে অভিভাবক মহলও বেশ খুশি হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়