বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ৩১ আগস্ট ২০২২, ২২:২৭

চাঁদপুরে ওএমএস ও টিসিবি'র খাদ্যবান্ধব কর্মসূচি উপলক্ষে প্রেস ব্রিফিং

অনলাইন ডেস্ক
চাঁদপুরে ওএমএস ও টিসিবি'র খাদ্যবান্ধব কর্মসূচি উপলক্ষে প্রেস ব্রিফিং

চাঁদপুর জেলায় ওএমএস ও টিসিবি কার্যক্রম সমন্বয় সাধনসহ খাদ্যবান্ধব কর্মসূচি সফল কারার লক্ষ্যে প্রেস ব্রিফিং করা হয়েছে।

৩১ আগস্ট বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং করা হয়।

ব্রিফিংয়ে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, জেলায় ২শ’১৩ টি কেন্দ্রে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হবে। টিসিবি কার্ডধারীগণও ন্যায্যমূল্যে প্রতি মাসে দুইবারে ৫ কেজি করে ১০ কেজি চাল পাবে। আমাদের জেলায় মোট ১ লক্ষ ৪৫ হাজার ১৪৭ জন টিসিবি কার্ডধারী উপকারভোগী রয়েছে। যাদেরকে ১২৬ জন ডিলারের মাধ্যমে প্রতিমাসে ১৫৯৮.২৫০ মে. টন চাল বিতরণ করা হবে।

চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বশির আহমেদের সঞ্চালনায় নানা বিষয়ে আলোচনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দীন মিলন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারি,

শরিফ চৌধুরীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়