শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ৩০ আগস্ট ২০২২, ১৫:৩৭

মতলবে তিন ছাত্রীকে শ্লীলতাহানি অভিযোগের তদন্ত

রেদওয়ান আহমেদ জাকির
মতলবে তিন ছাত্রীকে শ্লীলতাহানি অভিযোগের তদন্ত

মতলব দক্ষিণের আশ্বিনপুর স্কুল এন্ড কলেজের নবম ও দশম শ্রেণির তিন ছাত্রীকে শ্লীলতাহানি অভিযোগের তদন্ত হয়েছে।

উপজেলা প্রশাসনের গঠিত তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ২৯ আগস্ট সোমবার দুপুরে ওই প্রতিষ্ঠানের কার্যালয়ে তদন্ত কার্যক্রম সম্পন্ন করেন।

তদন্ত কমিটির আহবায়ক ও উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী জানান, তিনিসহ তদন্ত কমিটির অপর দুই সদস্য সোমবার দুপুরে ওই শিক্ষাপ্রতিষ্ঠান ও ঘটনাস্থলে যান। সেখানে অভিযুক্ত শিক্ষক মো. ইয়াছিন মিয়াজী, অভিযোগকারী তিন ছাত্রী, প্রতিষ্ঠানটির একাধিক শিক্ষক, অধ্যক্ষ, এলাকাবাসী ও ওই ছাত্রীদের অভিভাবকের সঙ্গে কথা বলেন। নিরপেক্ষতা বজায় রেখে উভয় পক্ষের বক্তব্য নেন।

ফয়সাল মোহাম্মদ আলী আরও জানান, তদন্তে কী পেয়েছেন তা তদন্তের স্বার্থে এখনই বলা যাচ্ছে না। এ-সংক্রান্ত প্রতিবেদন দ্রæতই ইউএনও'র কাছে জমা দেবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, এখনো তদন্ত প্রতিবেদন তাঁর হাতে এসে পৌঁছায়নি। কমিটির প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগী ছাত্রীদের লিখিত অভিযোগ ও ইউএনওর কার্যালয় সূত্র জানায়, গত শনিবার ছুটির পর ওই শিক্ষক ছাত্রীদের কোচিং শেষে ওই তিন ছাত্রীকে পাশের একটি কক্ষে আলাদা আলাদা ডেকে নিয়ে জোরপূর্বক তাদের শ্লীলতাহানি করেন।

ভুক্তভোগী ছাত্রীরা শিক্ষকের অসৌজন্যমূলক আচরণের বিষয়টি ওইদিন বাড়িতে গিয়ে তাদের অভিভাবকদের জানান। পরদিন অভিভাবকগণ বিষয়টি তাঁদের অধ্যক্ষ আব্দুল মান্নানকে জানান এবং ঘটনাটির বিচার চেয়ে তাঁর কাছে লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগের কপি ইউএনওর কাছেও দেওয়া হয়। পরে ইউএনওর কার্যালয়ে গিয়ে মৌখিকভাবেও তাঁর কাছে অভিযোগ করেন।

ঘটনাটি তদন্তে ওই দিন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলীকে আহবায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে উপজেলা প্রশাসন। কমিটির অন্য দুই সদস্য হলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজমুন নাহার ও সমাজ সেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়