প্রকাশ : ৩১ জুলাই ২০২২, ১৪:০০
চাঁদপুর দীনিয়া মাদ্রাসায় হিজরী নববর্ষ উদযাপনে মিলাদ মাহফিল

চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডে ছারছীনা পীর ছাহেবের খানকায়ে ছালেহিয়া মোহেব্বিয়া কমপ্লেক্সে হিজরী নববর্ষ উদযাপনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার ১ মহররম ১৪৪৪ হিজরী নববর্ষ উদযাপনে চাঁদপুর দারুচ্ছুন্নাত দীনিয়া মাদসার ছাত্রবৃন্দের আয়োজনে হামদ, নাত ও গজল পরিবেশন এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
|আরো খবর
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি ও মাদসার মুদির মাওলানা মোঃ সাইফুদ্দিন খন্দকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমপ্লেক্সের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হাসান আলী ভূঁইয়া, জমইয়তে হিযবুল্লাহর চাঁদপুর শহর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবদুর রহমান গাজী, দীনিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ আনারুল হক, হাফেজ মাওঃ শাহাদাত হোসাইন প্রমুখ।
মাদরাসার ছাত্র মোঃ মাহবুবুর রহমানের সঞ্চালনায় ১৪৪৪ হিজরী নববর্ষ কে স্বাগত জানিয়ে সুর আর ছন্দে হামদে বারি তায়লা, নাতে রাসুল ও ইসলামী গজল পরিবেশন করেন মাদসার ছাত্রবৃন্দ। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ মোঃ হাবিবুর রহমান খলিফা ও কাজী মোঃ মামুন, মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ ফারুকুল ইসলাম, মাওঃ আব্দুল মান্নান, মোঃ সোহেল দেওয়ান, মাওঃ মোঃ মারুফ হোসাইন, মাওঃ মোঃ জাহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসার ছাত্র বৃন্দ। মিলাদ-কিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার।