মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৯ জুলাই ২০২২, ২৩:৩২

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
প্রবীর চক্রবর্তী

ফরিদগঞ্জ-চাঁদপুর সড়কের বাগড়া বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। ঘটনাটি শুক্রবার (২৯ জুলাই) রাত ঘটে।নিহত তিনজনের বাড়ি ফরিদগঞ্জ পৌর এলাকায়। তারা হলেন, কাছিয়াড়া পাটওয়ারী বাড়ীর করিম পাটওয়ারীর পুত্র মাসুদ পাটওয়ারী (৫০), একই বাড়ীর কাদির পাটওয়ারীর পুত্র লিটন হাজারী এবং ঐ গ্রামের রিপন গাজী(ইন্না--রাজেউন)।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদ হোসেন জানান, ফরিদগঞ্জ -চাঁদপুর সড়কের বাগড়া বাজার এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ দুর্ঘটনার খবর পেয়েছেন। ঘটনাস্থল চাঁদপুর সদর থানায় হওয়ায় চাঁদপুর মডেল থানা পুলিশকে তিনি বিষয়টি অবহিত করেছেন। নিহতদের লাশ চাঁদপুর সদর হাসপাতালে রয়েছে।

এদিকে, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল জরুরি বিভাগ সূত্রে জানা যায় ঘপনার রাতে ফরিদগঞ্জ থেকে মোটর রিক্সায় চড়ে তিনজন যাত্রী চাঁদপুরের দিকে আসতেছিল। বিপরীত দিক থেকে সিলিন্ডার গ্যাস বোঝাই একটি ট্রাক যাবার সময় মটর রিক্সাটিকে ধাক্কা দেয়। এতে চালক ও যাত্রীরা রাস্তায় ছিটকে পড়ে। ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে আনার পর আরো দুইজন মারা যায়। রিক্সাচালক খোরশেদ হাসপাতালে চিকিৎসাধীন।

রাত সাড়ে আটটার দিকে চাঁদপুর-ফরিদগঞ্জ- রায়পুর সড়কের চাঁদপুর সদর উপজেলার বাগড়াবাজার এলাকায় মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।

ঘাতক ট্রাকটিকে ধানুয়াবাজারে আটক করা হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাঃ আব্দুর রশিদ জানান, বাগরাবাজারে সড়ক দুর্ঘটনায় তিনজন লোক মারা গেছে। তাদের লাশ হাসপাতালে রয়েছে। এই ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়