প্রকাশ : ২৩ জুলাই ২০২১, ২১:১০
চাঁদপুর কালেক্টরেট জামে মসজিদের খতিব জুমার খুতবা পূর্ব বয়ানে যা বললেন
চাঁদপুর কালেক্টরেট জামে মসজিদের খতিব বিশিষ্ট আলেমেদ্বীন মাওঃ মোশারফ হোসেন আজ শুক্রবার জুমার নামাজের খুতবার পূর্ব বয়ানে করোনা ভাইরাস সংক্রমণ রোধে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তিনি সকলকে মাস্ক ব্যবহারে আহ্বান জানানোর পাশাপাশি আরো দুটি বিষয় গুরুত্ব দিয়ে বলেছেন। তিনি মুসল্লিদের উদ্দেশ্যে বলেন,আপনাদের মধ্যে কারো যদি জ্বর, শ্বাসকষ্ট থাকে, দয়া করে সে ভাইয়েরা সুস্থ না হওয়া পর্যন্ত মসজিদে আসবেন না। অসুস্থ অবস্থায় জামাতে নামাজ আদায়ে সওয়াবের কথা না ভেবে বাসায় নামাজ আদায় করেন আর আল্লাহর কাছে সুস্থতা কামনা করেন। কারণ, সুস্থ থাকাটাও আল্লাহর নেয়ামত। উপরন্তু আপনার নিয়তে যেহেতু জামাতে নামাজ পড়ার বিষয়টি রয়েছে, তাই আল্লাহ আপনাকে জামাতের সাওয়াব দিয়ে দিবেন। আরেকটি বিষয় তিনি বলেছেন, হাসপাতালে যারা স্যাম্পল দেয়ার জন্য আসেন তারা মসজিদে আসবেন না। দেখা গেলো যে, আপনি স্যাম্পল দিয়ে আসলেন মসজিদে, পরে রিপোর্ট আসল পজিটিভ, এতে কী হলো! আপনার থেকে অন্যরাও সংক্রমিত হতে পারে। বর্তমান করোনা পরিস্থিতিতে এ বিষয়গুলোর দিকে সতর্ক থাকতে হবে।
|আরো খবর
খতিব সাহেবের এই কথাগুলো সবাই মনোযোগ দিয়ে শুনেন। নামাজ শেষে অনেক মুসল্লি বলেন, এই হুজুরের মতো অন্য ইমাম সাহেবগণ যদি এমন সচেতনভাবে মুসল্লিদের বুঝাতেন, তাহলে পরিস্থিতি আরো উন্নতি হতো।