বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৩ জুলাই ২০২১, ১৬:১৭

শাহরাস্তিতে ফসলের মাঠ থেকে কৃষকের মৃতদেহ উদ্ধার

শাহরাস্তিতে ফসলের মাঠ থেকে কৃষকের মৃতদেহ উদ্ধার
মোঃ মঈনুল ইসলাম কাজল

শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের গঙ্গারামপুর এলাকার ফসলের মাঠ থেকে কৃষক বেলায়েত হোসেন রিপনের (৩৫) মৃতদেহ উদ্ধার করেছে শাহরাস্তি থানা পুলিশ।

ঘটনার বিবরণে জানাযায়, আজ সকাল সাড়ে ১০টায় এলাকায় খোকনের স্ত্রী কানন বেগম মাঠে ছাগল ছড়াতে গিয়ে মাঠে পড়ে থাকা রিপনের মৃতদেহ দেখতে পায়। কানন বেগম মৃতদেহ দেখে চিৎকার করলে পাশ্ববর্তী বাড়ির লোকজন ছুটে আসে। এলাকাবাসী শাহরাস্তি থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, তার মাথায় ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে। বেলায়েত হোসেন রিপন কৃষি কাজের পাশাপাশি মাটির কাজ করতেন। কোরবানির ঈদে সে চামড়ার ব্যবসা করছিল। রিপন গঙ্গারামপুর হাজী বাড়ির মৃত মৌলভী মকছুদ আলীর ছেলে। রিপন তিন সন্তানের জনক।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান জানান, তার গলায় ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

ঘটনাস্থলে সিনিয়র সহকারী পুলিশ সুপার কচুয়া সার্কেল মোঃ আবুল কালাম চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকাবাসী জানায়, রিপন একজন কর্মঠ ছেলে। এলাকাবাসী রিপনের হত্যার রহস্য উন্মোচন ও দোষীদের শাস্তি দাবি করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়