রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৭ জুন ২০২২, ২০:৩১

শাহরাস্তিতে বিশাল বিক্ষোভ মিছিল

নুপুর শর্মার ফাঁসির দাবি

মোঃ মঈনুল ইসলাম কাজল
শাহরাস্তিতে বিশাল বিক্ষোভ মিছিল

প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে কুটুক্তির ও ভারতের বিজেপি নেত্রী নুপুর শর্মার ফাঁসির দাবিতে শাহরাস্তি উপজেলা কওমী সংগঠনের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুন বিকেলে নিজ মেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি বের হয়ে উপজেলা সদর, ঠাকুর বাজার এলাকা অতিক্রম করে মেহের উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে মিলিত হয়।

এসময় বক্তারা নুপুর শর্মার ফাঁসি দাবি করেন। তারা ভারতের প্রধানমন্ত্রীরও শাস্তি দাবি করেন। বক্তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়াও দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করতে সরকারের প্রতি আহ্বান জানান। মাওঃ ইদ্রিসের সভাপতিত্বে মাওঃ হাবিবুর রহমান ও মাওলানা ইসহাকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, কওমী সংগঠনের উপদেষ্টা মাওঃ ওবায়দুর রহমান, কাওমী সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা কজী ফারুক, মাওঃ আব্দুর রহিম, সহ-সভাপতি মুফতি হাবিব উল্লাহ, উপস্থিত ছিলেন, মাওঃ আব্দুল্লাহ আল মামুন, মাওঃ মেহেদী হাসান, মাওঃ কামরুজ্জামান, মাওঃ রহমত উল্লাহ, মাওঃ হাফেজ আনোয়ার, ও হাফেজ ইউনুস। মহানবী হযেরত মোহাম্মদ (সাঃ) নিয়ে কুটুক্তির প্রতিবাদ জানাতে দুপুরের পর থেকেই ধর্মপ্রাণ মুসলমান সমাবেশ স্থলে উপস্থিত হতে শুরু করে। শুধু কওমী সংগঠনের সদস্যরাই নয় সমাবেশ ও মিছিলে সাধারণ জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়। হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে শাহরাস্তির শহর এলাকা। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল এই প্রতিবাদ মিছিলে সকলের মুখে নুপুর শর্মার ফাঁসির দাবি উচ্চারিত হয়। সমাবেশ শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওঃ হোসাইন আহমদ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়