প্রকাশ : ১৭ জুন ২০২২, ১৯:৪৪
মহানবী (সাঃ) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মুন্সিরহাট বাজারে বিক্ষোভ মিছিল
ভারতে বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক মুসলমানদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) ও উম্মাহাতুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দিকা ( রাঃ) এর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে মুন্সিরহাট বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ভারতে বিজেপির ঐ দুই মুখপাত্র ফাঁসি চেয়ে মতলব (দঃ) উপজেলার মুন্সীর হাট বাজারে নবী প্রেমিক তৌহিদী মুসলিম জনতার উদ্দ্যাগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ১৭ জুন শুক্রবার জুমার নামাজের পর মুন্সীরহাট বাজারের সর্বস্তরের মুসলিম জনতার উদ্যেগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্বে দেন মুন্সীর হাট বাজার জামে মসজিদের খতিব হযরত মাওলানা হোসাইন আহম্মেদ ফরিদী। উপস্থিত ছিলেন মুন্সীর হাট জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবদুর রহমান, হাফেজ মাওলানা আফজাল হোসেন ও পার্শ্ববর্তী বিভিন্ন মসজিদের ইমামও খতিব গনসহ সকল নবী প্রেমিক তৌহিদী মুসলিম জনতা। এছাড়াও পার্শ্ববর্তী নুরুল্যাপুর বায়তুল আকসা জামে মসজিদ, মৃধা বাড়ি জামে মসজিদ, মিজি বাড়ি বায়তুশ শরফ জামে মসজিদের মুসুল্লিগন। মিছিলটি মুন্সির হাট জামে মসজিদ প্রাঙ্গণ থেকে আরম্ভ করে বাজারের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে মুন্সিরহাট মাদ্রাসা মাঠে এসে শেষ হয়, সার্বিক সহযোগিতায় ছিলেন আঃ হান্নান গাজী, শাহআলম হাওলাদার, হাফেজ আলম, মাহাবুব খন্দকার, মিজান হাজরা, শরীফ হাজরা, আলআমিন হাজরা, নাজমুল হাজরা, সাইফুল ইসলাম গাজী সহ এলাকার যুবকবৃন্দ।
|আরো খবর