প্রকাশ : ১৭ জুন ২০২২, ১৭:৪০
মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে চাঁদপুরে খেলাফত মজলিসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
সরকারিভাবে নিন্দা ও প্রতিবাদ জানানোর দাবি
ভারতের বিজেপির মুখপাত্র কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর শানে চরম অশালীন ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখা। শুক্রবার (১৭ জুন) জুমা'র নামাজের পর শহরের বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদ প্রাঙ্গণ শপথ চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশ শেষে এক বিরাট বিক্ষোভ মিছিল শহরে বের করা হয়। মিছিলটি শহীদ মুক্তিযোদ্ধা সড়ক,মিশন রোড, স্টেডিয়াম সড়ক প্রদক্ষিণ করে ইলিশ চত্বরে গিয়ে দোয়া ও মুনাজাতের মাধ্যমে খেলাফত মজলিসের বিক্ষোভ কর্মসূচি শেষ হয়। এতে হাজার হাজারো মুসলিম জনতা অংশগ্রহন করেন। এর সময় নবীজির অপমান সইবে না মুসলমান স্লোগানে চাঁদপুরের রাজপথ কম্পিত হয়ে ওঠে। মিছিল সমাবেশ থেকে নবীজিকে নিয়ে অশালীন মন্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানান এবং মাওলানা মুমিনুল হকসহ কারাগারে আটক আলেম-ওলামাদের মুক্তি দাবি করা হয়।
|আরো খবর
সমাবেশে বক্তারা বলেন, রাসূল সা: সম্পর্কে অশালীন মন্তব্যকারী বিজেপি নেতাকে শুধু বহিষ্কার করলেই হবে না তাকে অনতিবিলম্বে আইনের আওতায় নিয়ে আসতে হবে।এ ব্যাপারে সবাইকে ইমানি শক্তি নিয়ে প্রতিবাদ করতে হবে। তারা আরো বলেন আমরা দুর্ভাগা জাতি বিশ্বের দ্বিতীয় মুসলিম দেশ হয়েও এখন পর্যন্ত সরকারিভাবে নিন্দা প্রস্তাব করা হয়নি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো উচিত।