শনিবার, ১২ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ জুন ২০২২, ১৭:৪০

মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে চাঁদপুরে খেলাফত মজলিসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

সরকারিভাবে নিন্দা ও প্রতিবাদ জানানোর দাবি

মিজানুর রহমান
সরকারিভাবে নিন্দা ও প্রতিবাদ জানানোর দাবি

ভারতের বিজেপির মুখপাত্র কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর শানে চরম অশালীন ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখা। শুক্রবার (১৭ জুন) জুমা'র নামাজের পর শহরের বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদ প্রাঙ্গণ শপথ চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশ শেষে এক বিরাট বিক্ষোভ মিছিল শহরে বের করা হয়। মিছিলটি শহীদ মুক্তিযোদ্ধা সড়ক,মিশন রোড, স্টেডিয়াম সড়ক প্রদক্ষিণ করে ইলিশ চত্বরে গিয়ে দোয়া ও মুনাজাতের মাধ্যমে খেলাফত মজলিসের বিক্ষোভ কর্মসূচি শেষ হয়। এতে হাজার হাজারো মুসলিম জনতা অংশগ্রহন করেন। এর সময় নবীজির অপমান সইবে না মুসলমান স্লোগানে চাঁদপুরের রাজপথ কম্পিত হয়ে ওঠে। মিছিল সমাবেশ থেকে নবীজিকে নিয়ে অশালীন মন্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানান এবং মাওলানা মুমিনুল হকসহ কারাগারে আটক আলেম-ওলামাদের মুক্তি দাবি করা হয়।

সমাবেশে চাঁদপুর জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওঃ লিয়াকত হোসাইনের সভাপতিত্বে ও মুফতি নুরে আলমের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা সেক্রেটারী মাওঃ হাবিবুর রহমান,সহ সভাপতি মাওঃ আবু জাফর ছিদ্দিকি,মাওঃ আবুল বাশার,জেলা কমিটির সহ অর্থ সম্পাদক মাওঃ তারেক হাসান,সদর উপজেলা সভাপতি মাওঃ মোশারফ হোসেন,সেক্রেটারী হাফেজ আঃ কাদের,শহর কমিটির যুগ্ম সম্পাদক মুফতি আশেকে এলাহী, শহর শাখার প্রচার সম্পাদক হাফেজ তানজিল আহমেদ,নির্বাহী সদস্য মাওঃ শহীদুল্লাহ,জেলা যুব মজলিশের অর্থ সম্পাদক হাফেজ মুজ্জাম্মেল হোসাইন,যুব মজলিশ পৌর অর্থ সম্পাদক হাফেজ মাওঃ ফজলুল করিম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, রাসূল সা: সম্পর্কে অশালীন মন্তব্যকারী বিজেপি নেতাকে শুধু বহিষ্কার করলেই হবে না তাকে অনতিবিলম্বে আইনের আওতায় নিয়ে আসতে হবে।এ ব্যাপারে সবাইকে ইমানি শক্তি নিয়ে প্রতিবাদ করতে হবে। তারা আরো বলেন আমরা দুর্ভাগা জাতি বিশ্বের দ্বিতীয় মুসলিম দেশ হয়েও এখন পর্যন্ত সরকারিভাবে নিন্দা প্রস্তাব করা হয়নি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো উচিত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়