প্রকাশ : ১২ জুন ২০২২, ১২:৪৩
নবীর অবমাননার প্রতিবাদে হাজীগঞ্জে দুবেলা বিক্ষোভ মিছিল
ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও তাঁর সহধর্মিণী হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ)কে নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নূপুর শর্মাসহ দুই নেতার অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হাজীগঞ্জের ধর্মপ্রাণ মুসুল্লিরা। শুক্রবার বাদ জুমা ও বাদ আসর ভিন্ন সংগঠনের উদ্যোগে উক্ত বিক্ষোভ মিছিলে কয়েক হাজার মুসল্লিসহ ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন।
|আরো খবর
বাদ জুমা হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলটি কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মসজিদ কমপ্লেক্স মাঠে এসে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি আব্দুর রউফ। তিনি বলেন, মহানবী (সাঃ) ও হজরত আয়েশা (রাঃ)কে নিয়ে অবমাননাকর মন্তব্য করে বিজেপির দুই নেতা বিশে^র কোটি কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে ভারতের ইসলাম বিদ্বেষী কুলাঙ্গারদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা এই মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি আরো বলেন, বাংলাদেশ মুসলমানের দেশ, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। তাই একজনের অপরাধের শাস্তি অন্যজনকে নয়। আমরা আমাদের দেশের অমুসলিমদের সাথে বিরূপ কোনো আচরণ করবো না। তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি আব্দুর রউফ।
অপরদিকে একই দিন একই বিষয় নিয়ে বাদ আসর হাজীগঞ্জে ইসলামিক ফ্রন্ট ও ছাত্রসেনার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাদ আসর হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সম্মুখে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও তাঁর সহধর্মিণী হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঘনিয়া দরবার শরীফের পীরজাদা মাওঃ নাজমুল হক আখন্দ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির শ্রম ও কৃষি বিষয়ক সম্পাদক মাওঃ মোহাম্মদ আলী নকসেবন্দী, জেলা সভাপতি মাওঃ মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মুফতি আবুল হাশেম মিয়াজী ও কচুয়া উপজেলার সাধারণ সম্পাদক হাফেজ মাসুদ হোসাইন।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের হাজীগঞ্জ উপজেলা সভাপতি রোটাঃ জাকির হোসেন মিয়াজীর সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক মাস্টার দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সমাবেশের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন উপজেলা সদস্য মাওঃ মোঃ শাহাদাত হোসাইন।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা হাজীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অতিথিদের বক্তব্য শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের পৌর সাংগঠনিক সম্পাদক হাফেজ জুনায়েদুল হক।
এ সময় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উপজেলা সহ-সভাপতি অ্যাডঃ ইমদাদুল হক পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক হাফেজ নজরুল ইসলাম আনসারি, পৌর সাধারণ সম্পাদক মহিউদ্দিন আল আজাদসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও ইসলামী ছাত্রসেনার জেলা সভাপতি হাফেজ শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মাওঃ নেয়ামুল ইসলাম, চাঁদপুর সরকারি কলেজ শাখার সভাপতি মীর হোসাইন, উপজেলা সভাপতি হাফেজ খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রাসেলসহ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও ধর্মপ্রাণ মুসলমানগণ উপস্থিত ছিলেন।