প্রকাশ : ১১ জুন ২০২২, ০০:০০
খুতবার আলোচনার বিষয়বস্তু ছিলো একটাই-
বিশ্বনবীর অবমাননা মুসলমান সহ্য করবে না
ভারতের বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর সহধর্মিণী হযরত আয়েশা সিদ্দিকা রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহাকে নিয়ে কটুক্তির প্রতিবাদে গতকাল জুমা মসজিদগুলো ছিল উত্তাল। মুসল্লিরা ক্ষোভ এবং ঘৃণায় ফেটে পড়েছে। জুমার খুতবার আলোচনার বিষয়বস্তুই ছিল এই প্রসঙ্গ।
|আরো খবর
গতকাল শুক্রবার সারাদেশের ন্যায় চাঁদপুর শহরসহ সর্বত্র সকল জামে মসজিদে জুমার খুতবার আলোচনায় খতিব সাহেবগণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এবং তাঁর স্ত্রীগণের শান মান নিয়ে আলোচনা করেন। প্রিয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পুত পবিত্র চরিত্র যে মহান স্রষ্টা রাব্বুল আলামিন কর্তৃক সত্যায়নকৃত এবং তাঁর স্ত্রীগণও যে আল্লাহ কর্তৃক নির্বাচিত সে বিষয়ে বয়ান করেন খতিব সাহেবগণ। আল্লাহ নিজেই তাঁর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার চরিত্রকে সুমহান চরিত্র এবং তাঁর জীবনচরিতকে মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ বলে ঘোষণা দিয়েছেন। এমন সুমহান চরিত্রের অধিকারী প্রিয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার চরিত্র নিয়ে কটুক্তি করে ভারতের ওই দুই কুলাঙ্গার মুসলমানদের ঈমানে আঘাত করেছে, কলিজায় আঘাত করেছে। মুসলমান কখনো তা বরদাশত করবে না। আজ বিশ্ব মুসলিম এই ইস্যুতে ঐক্যবদ্ধ। ভারত সরকারকে অনতিবিলম্বে মুসলিম উম্মাহর কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় খোদায়ি গজবসহ কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে ভারতকে। খতিব সাহেবগণ এই একটা ইস্যুতে মুসলমানদের আরো কঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।