প্রকাশ : ২১ জুলাই ২০২১, ১৮:৩৫
শাশুড়ির লাশ নিয়ে গেলেন জামাতা
শাশুড়ির লাশ নিয়ে গেলেন জামাতা। ঈদে স্বামী বাড়ির কবরস্থানে দাফন করা হলো খোদেজা (৬৫) নামের এই হতভাগা নারীকে। এর আগে গত মঙ্গলবার রাতে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জের বলাখাল পশ্চিম বাজার এলাকায় কোন এক গাড়ি এই নারীকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই এই নারী প্রাণ হারান। রাতেই পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, লাশ উদ্ধারের পর থেকে ঈদের দিন সকাল পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি। রাতেই নিহত নারীর পরিচয় জানতে থানার ফেসবুক পেজে এই নারীর ছবিসহ ষ্ট্যাটাস ও বিভিন্ন থানায় ম্যাসেজ দেয়া হয়। ঈদের দিন সকালে হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের সন্না কানির বাড়ির মুসা নামের এক রিক্সা চালক নিহত নারীর জামাতা পরিচয়ে থানায় এসে লাশ শনাক্ত ও নিশ্চিত করে। নিহত নারী সন্না গ্রামের ছোট হাজী বাড়ির ফজলুল হকের স্ত্রী। মুসা পুলিশকে জানায়,তার স্ত্রীর অন্য কোন ভাই-বোন নেই। স্বাশুড়ি মানসিক সমস্যা থাকার কারনে প্রায় সময় নিরুদ্দেশ হয়ে যেতো। পরে আবার খুঁজে আনা হতো। সর্বশেষ গত কয়েকদিন আগে নিরুদ্দেশ হয়। হাজীগঞ্জ থানার থানার অফিসার ইনচার্জ চাঁদপুর কন্ঠকে জানান,নিহত নারীর জামাতা মুসা নামের একজন তাদের পরিচয় নিশ্চিত করে আবেদন করে লাশ নিয়ে গেছে। ঈদের দিন বুধবার দুপুরে এ নারীকে তার স্বামীর বাড়িতে দাফন করা হয়।