প্রকাশ : ২৭ মে ২০২২, ১১:১২
প্রকৌশলী সুব্রত সাহার মৃত্যুর ঘটনায় ২ জনের বিরুদ্ধে মামলা
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ছাদ থেকে প্রকৌশলী সুব্রত সাহার মৃতদেহ উদ্ধারের ঘটনায় অজ্ঞাতপরিচয় দুজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছে পরিবার। ২৫ মে বুধবার রাতে সুব্রতর বড় ভাই স্বপন সাহা মামলাটি করেন।
|আরো খবর
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তিকে আসামি করে বুধবার মধ্যরাতে থানায় স্বপন সাহা হত্যা মামলা করেন।
সুব্রত সাহা বাংলাদেশ সার্ভিস লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপক (প্রকৌশলী) পদে কাজ করছিলেন। তাঁর অফিস হোটেল ইন্টারকন্টিনেন্টালের চত্বরেই।
পরিবারের দাবি, সুব্রতকে কর্মস্থল থেকে কাজের অতিরিক্ত চাপ দেওয়া হয়েছে। তিনি প্রকৌশলী হিসেবে প্রায় ২০ বছর কাজ করে এলেও এক বছর ধরে তাঁকে ওই কাজের পাশাপাশি কোম্পানির হিসাব বিভাগেও কাজ করতে হচ্ছিল। এ নিয়ে তাঁর মধ্যে হতাশা ছিল। পরিবারের কাছে সেই হতাশার কথা একাধিকবার বলেছেন তিনি।
বুধবার বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের দ্বিতীয় তলার বর্ধিতাংশের ছাদ থেকে সুব্রত সাহার (৫৩) লাশ উদ্ধার করে পুলিশ। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
মর্গের সামনে কথা হয় সুব্রত সাহার শ্যালক বিশ্বজিৎ সাহা বলেন, কর্মস্থল নিয়ে তাঁর (সুব্রত সাহা) মধ্যে হতাশা ছিল। তাঁকে নিয়মিত কাজের বাইরেও অন্যান্য কাজ করতে হতো।
সুব্রত সাহার মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন তাঁর ভাতিজির স্বামী সুমন রায়। তিনি বলেন, ‘আমাদের কাছে এই মৃত্যু স্বাভাবিক মনে হচ্ছে না।’ পুলিশকে বিষয়টি তদন্ত করে দেখার দাবি জানান তিনি।