বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ঢাকা থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের ইঞ্জিনে আগুন

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২২, ১০:১৫

স্পেনে কমিউনিটি নেতৃবৃন্দের সম্মানে নৈশভোজ ও সংবর্ধনা

কবির আল মাহমুদ, স্পেন
স্পেনে কমিউনিটি নেতৃবৃন্দের সম্মানে নৈশভোজ ও সংবর্ধনা

স্পেনের রাজধানী মাদ্রিদে দেশ রেস্টুরেন্ট এবং বাংলাদেশ সোসাইটির উদ্যোগে আলোচনা, নৈশভোজ এবং সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) রাতে দেশটির রাজধানী মাদ্রিদের দেশ রেস্তুরায় কমিউনিটির নেতৃবৃন্দের উপস্থিতে এ আলোচনা সভা, নৈশভোজ এবং সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

দেশ রেস্তুরার পরিচালক ব্যাবসায়ী মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে এবং বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দরের সঞ্চালনায় অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন এসোসিয়েশন ইন স্পেনের সাবেক সিনির সহ-সভাপতি এবং ঢাকা ফ্রুতাস কোম্পানীর চেয়ারম্যান আলামীন মিয়া, ঢাকা জেলা এসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এইচএম মাসুদুর রহমান, ফরিদপুর কল্যাণ সমিতি স্পেনের সাবেক সভাপতি হেমায়েত খান, কমিউনিটি নেতা আব্দুল কাইয়ুম মাসুক , আসাদ আলী প্রমুখ। সভায় বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সাবেক সিনির সহ-সভাপতি এবং ঢাকা ফ্রুতাস কোম্পানীর চেয়ারম্যান আলামীন মিয়াকে সামাজিক উন্নয়নমূলক কাজের অবদান রাখায় এবং সল্পকালীন সময়ের জন্য বাংলাদেশ যাওয়ার জন্য সংবর্ধনা দেয়া হয়।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইয়াসিন শিকদার, জহিরুল হক টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা, নৈশভোজ এবং সংবর্ধনা শেষে দেশের মঙ্গল ও বিশ্বের শান্তি কামনায় মোনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়