বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ২৩ মার্চ ২০২২, ১৯:৫১

মতলবে সড়ক দূর্ঘটনায় ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু

রেদওয়ান আহমেদ জাকির
মতলবে সড়ক দূর্ঘটনায় ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু

মতলব-বাবুরহাট পেন্নাই সড়কের পানির ট্যাংকি বাইপাস এলাকায় আজ বুধবার (২৩ মার্চ) দুপুরে মোটরসাইকেল-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ইলেক্ট্রিশিয়ান নাজিম উদ্দীন (৪১) গুরুতর আহত হয়। পরে সংকটাপন্ন অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে।

জানা যায়, সে মতলব পৌরসভার উদ্দমদী গ্রামের মোখলেছুর রহমান প্রধানের বড় ছেলে। সে পেশায় একজন ইলেক্ট্রিশিয়ান।

হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার ২টার দিকে নাজিম উদ্দীন তার চাচাতো ভাই জুম্মান (৩০)কে সাথে নিয়ে মোটরসাইকেল চালিয়ে পৌরসভার দগরপুর এলাকায় তার ব্যক্তিগত কাজে যাচ্ছিলেন। বাইপাস সড়কের পানি ট্যাংকি এলাকায় যাওয়ার পর বিপরীত দিক থেকে চাঁদপুরের উদ্দেশ্য আসা দ্রæতগামী একটি পিকআপ ভ্যান এসে বাইকটিকে ধাক্কা দিলে সাথে সাথে বাইকে থাকা দু'জনই ছিটকে পড়ে যায়। এতে নাজিম উদ্দিন ও তার চাচাতো ভাই জুম্মান মাথায় গুরুতর আঘাত পায়।

স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমটেøক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নাজিম উদ্দিনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

ছোট ভাই আল মামুন বলেন, পিক-আপ ভ্যান দ্রæত গতিতে এসে মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে তারা দুজনেই নীচে পড়ে গিয়ে মাথায় প্রচন্ড আঘাত পায়। এদিকে ঘটনার সাথে সাথে ধাক্কা দেয়া পিক-আপ ভ্যানটি পালিয়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছার আগেই বিকাল সাড়ে পাঁচটার দিকে আমার ভাই মারা যায়। নিহতের ১ মেয়ে ২ ছেলে।

থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পিক-আপ ভ্যানটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। পিক-আপ ভ্যানটি আটকের চেষ্টা চলছে। এ ব্যপারে এখনো কেউ কোন অভিযোগ করেনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়