শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২২ মার্চ ২০২২, ১২:৩৭

বঙ্গবন্ধুর মহিউদ্দিনকে সম্মাননা

অনলাইন ডেস্ক
বঙ্গবন্ধুর মহিউদ্দিনকে সম্মাননা

‘বঙ্গবন্ধুর মহিউদ্দিন’ নামে স্বীকৃত মুন্সীগঞ্জের আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিনকে সম্মাননা জানালো পিআইবির গণমাধ্যম ও সাংবাদিকতায় মাস্টার্সে অধ্যয়নরত ২০২১ বর্ষের শিক্ষার্থীরা। বাংলাদেশের ইতিহাসের অন্যতম এই সাক্ষীর সাথে মুন্সিগঞ্জে সাক্ষাৎ করেন তারা। এদের মধ্যে ছিলেন সিনিয়র সাংবাদিক ও সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন, এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি এসএম আশরাফ, দৈনিক দেশেরপত্রের চীফ রিপোর্টার শাহ মোঃ আব্দুর রাজ্জাক, বিল্লাল হোসেন, ইঞ্জিঃ মোঃ আব্দুল বাকের সরকার, যায়েদ হাসনাইন, আয়েশা জান্নাত, সাইফুল ইসলাম, মোঃ কামাল উদ্দিন এবং ডেইলি ইন্ডাস্ট্রির প্রতিবেদক আল ইহ্সান। যারা বর্তমানে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে সাংবাদিকতা নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছেন।

১৯৭১ সালে বাংলাদেশকে স্বাধীন করতে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন। পরবর্তীতে ১৯৭২ সালে বঙ্গবন্ধু তাকে তাঁর প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে নিয়োগ দেন। ১৯৭৪ সালে রাষ্ট্রপতি থাকাকালেও একই দায়িত্ব পালন করেন তিনি। বঙ্গবন্ধুর মৃত্যুর আগ পর্যন্ত অত্যন্ত স্নেহভাজন হিসেবে তাঁর সান্নিধ্যে ছিলেন লৌহমানব খ্যাত এই নেতা।

এ সময় মহিউদ্দিনের হাতে ক্রেস্ট তুলে দিয়ে সম্মাননা জানান শিক্ষার্থীরা। একই সাথে তার সহধর্মিণী এবং মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহানা মহিউদ্দিনের হাতেও ক্রেস্ট তুলে দেন পিআইবির শিক্ষার্থীরা। আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন বর্তমানে মুন্সিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়