শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪৩

মাতৃভাষা দিবস উপলক্ষে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের কবিতা পাঠ ও আলোচনা সভা

মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়
মাতৃভাষা দিবস উপলক্ষে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের কবিতা পাঠ ও আলোচনা সভা

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে সৌদি আরব রিয়াদ বাংলাদেশ থিয়েটারের উদ্যোগে কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কবি মসি সিরাজের সভাপতিত্বে সিনিয়র সহসভাপতি হাফিজুল ইসলাম পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর মোঃ আবদুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ এরশাদ আলী, শিক্ষক খাদেমুল ইসলাম, রিয়াদ বাংলাদেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান,সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, কার্যকরী কমিটির সন্মানিত সদস্য প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিটু, প্রতিষ্ঠাতা সিনিয়র সহসভাপতি মির্জা কামাল হোসেন, প্রচার সম্পাদক রবিউল হোসেন রবি প্রমুখ।

একুশের আলোচনায় বক্তারা বলেন রিয়াদ বাংলাদেশ থিয়েটার ২০১৪ সাল থেকে প্রবাসের মাটিতে সুস্থ ধারার দেশীয় সাংস্কৃতিক চর্চা করে যাচ্ছে তা অন্য কেউ পারেনি, আমরা আশা করছি আগামিতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সদস্যরা একুশের কবিতা আবৃতি করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়