বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৫৭

২৪ ঘণ্টার মধ্যেই আটক মতলবের স্বর্ণ ব্যবসায়ীর খুনি

বিশ্বস্ত দুই কর্মচারির হাতে খুন হলো অমর সরকার (ভিডিওক্লিপ দেখুন)

আবু সাঈদ কাউসার

বিশ্বস্ত দুই কর্মচারির হাতেই খুন হলো মতলবের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী অমর ভক্ত প্রকাশ অমর সরকার। আজ ২৪ ফেব্রæয়ারি চাঁদপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে জানান চাঁদপুরের পুলিশ সুপার মো: মিলন মাহমুদ বিপিএম(বার)।

ঘটনার বিবরণীতে পুলিশ সুপার জানান, অমর সরকার একজন স্বর্ণ ব্যবসায়ী। তার পিতা শ্রী রবি ভক্ত। তার বাড়ি মতলব দক্ষিণের সারপাড় গ্রামে। মতলবের নারায়নপুর বাজার মাধবী শিল্পালয় নামে একটি জুয়েলারি দোকানের মালিক অমর। তিনি প্রায় ব্যবসার কাজ শেষ করে রাত ৯টা হতে ১০টার মধ্যেই বাড়ি ফেরেন।

২১ ফেব্রুয়ারি অমর সরকার প্রতিদিনের ন্যায় ব্যবসায়িক কাজে মতলব আসায় বাড়ি ফিরতে অনেকটাই দেরি হয়। প্রতিদিনের ন্যায় অমর তার ব্যবসা প্রতিষ্ঠান মাধবী শিল্পালয় বন্ধ করে দিনশেষে নগদ ১৮,২০০ টাকা ও প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার (যার বর্তমান মূল্য ৩০ লক্ষ টাকা) নিয়ে রাত সাড়ে ১২টার সময় তার দোকানের বর্তমান কর্মচারী জয় বিশ্বাস প্রকাশ অনিক (২২)সহ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়।

তার বাড়ির সামনে পৌঁছামাত্র তার দোকানের পূর্বেকার কর্মচারী হৃদয় সূত্রধর (২২) এবং বর্তমান কর্মচারী অনিক তাকে পিছন থেকে জাপ্টে ধরে গলা কেটে হত্যা করে এবং স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় পূর্বকার কর্মচারী হৃদয় সূত্রধর স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে অন্যত্র চলে যায় এবং বর্তমান কর্মচারী অনিক অজ্ঞান হওয়ার অভিনয় করে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর অর্থাৎ রাত আড়াইটার সময় অনিক অভিনয়কৃত জ্ঞান ফিরে আসার পর স্বর্ণ ব্যবসায়ী অমর সরকারের বাসায় এসে অমরের পিতা শ্রী রবি ভক্তের কাছে অমরের গলাকাটা লাশের কথা জানায়। কে বা কারা অমরের গলা কেটেছে তা দেখতে পায়নি বলে জানায়।

ঘটনার সংবাদ পেয়ে চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল), অফিসার ইনচার্জ মতলব দক্ষিণ থানা ও মামলার তদন্তকারী অফিসার ঘটনাস্থলে পৌঁছান এবং মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

এদিকে পুলিশ প্রশাসন ঘটনার বিবরণী জয় বিশ্বাস প্রকাশ অনিকের মুখে ঘটনার বিবরণী শুনতে পেয়ে গভীর ও নিবিড়ভাবে ব্যাপক জিজ্ঞাসাবাদে খুনের সাথে জয় বিশ্বাসের সম্পৃক্ততা বুঝতে পেরে তাকে আটক করা হয়। পুলিশ সুপারের নির্দেশে জয় বিশ্বোসকে তাৎক্ষণিক আদালতে সমার্পন করা হয়। জয় বিশ^াস আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তি প্রদান করেন এবং এই খুনের সাথে সম্পৃক্ত অমর সরকারের মাধবী শিল্পালয় দোকানের পূর্বেকার কর্মচারী হৃদয় সূত্রধরের কথা জানায়। আদালত অনিককে ঐদিনই আদালতে প্রেরণ করে।জয় বিশ্বাসের বাড়ি মুন্সিগঞ্জের লোহজং থানার শুভরিয়া গ্রামে। তার বাবার নাম অর্জুন বিশ্বাস।

এদিকে জয় বিশ্বাস প্রকাশ অনিকের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ পূর্বেকার কর্মচারী হৃদয় সূত্রধরকে ২৩ ডিসেম্বর রাতে মতলব থেকে আটক করে।

হৃদয় সূত্রধরের কথা মতে পুলিশ অমর সরকারের বাড়ির প্রায় ২ কিলিমিটার দূর থেকে মাটির নিচে লুকায়িত ৪০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ১৮,২০০ টাকা উদ্ধার করে। মতলব বাজারের ডাস্টবিন থেকে রক্তমাখা হ্যান্ডগøাভস ও ২টি কাপড়ের হ্যান্ডব্যাগ উদ্ধার করে। এছাড়া ঐ রাতেই পুকুরে ফেলা দেয়া হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো ছুরি ডুবুরিদের সহায়তায় উদ্ধার করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়