প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২২, ০০:৩৩
মেঘনার জাটকা হাজীগঞ্জে আসে কেমনে?
মেঘনা নদীর জাটকা। সেই জাটকা চাঁদপুর শহর ডিঙ্গিয়ে সড়ক পথ ধরে হাজীগঞ্জে আসে ক্যামনে? বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে আলোচনা হচ্ছে দেদারছে। প্রতিদিন ভোরে গ্রামের বাজারে আসে জাটকা আবার সপ্তাহের নির্দিষ্ট দিন মানে গ্রামের ববাজার বার দিন জাটকা বিক্রি রীতিমতো উন্মুক্ত। ৬ ইঞ্চি থেকে ১০ ইঞ্চির মধ্যে থাকা এই সকল জাটকার সাইজ ভেদে সাড়ে ৪শ থেকে ৬শ টাকায় বিক্রি হচ্ছে বাজারে। হাজীগঞ্জের বাকিলা বাজারে প্রতিদিন জাটকা আনেন চাঁদপুর শহরের পুরান বাজারের মালেক আর বাজার দিন জাটকা আনেন শহরমালী সংলগ্ন আনন্দ বাজারের হজরত আলী নামের এক জাটকা ব্যবসায়ী। থালায় করে জাটকা বিক্রিকালে হজরত আলীর ছবিটি সোমবার বিকেলে বাকিলা মাছ বাজার থেকে তোলা হয়েছে। সংবাদ ও ছবি: কামরুজ্জামান টুটুল