প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২২, ০০:২৭
চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে শহীদ দিবস উদযাপন
প্রথমে নিজের ভাষাকে রপ্ত করতে হবে : পুলিশ সুপার মিলন মাহমুদ
চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় প্রেসক্লাব নেতৃবৃন্দ। বিকালে প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।
|আরো খবর
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার পত্নী ডাঃ আফসানা শর্মি ও চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোঃ হেলাল হোসাইন।
প্রেসক্লাব সভাপতি গিয়াসউদ্দিন মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ আবদুর রশিদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শরিফ চৌধুরী, মির্জা জাকির, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, এএইচএম আহসান উল্লাহ, কাদের পলাশ আল-ইমরান শোভন, একে আজাদ তালা জুবায়েরসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
প্রেসক্লাব পরিবারের সন্তানরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, বিশ্বের অনেক দেশ আছে তারা তাদের ঐতিহ্য সংস্কৃতি এবং ভাষাকে নিয়ে যেভাবে গর্ববোধ করে। আমরা যারা বাংলা ভাষায় কথা বলি আগে আমরা ছিলাম গরিব, এখন মধ্যবিত্ত হয়েছি। কিছুদিনের মধ্যে আরো উন্নত হবে। কিন্তু উন্নত হবার আগেই ভাষার জন্য আমাদের যে সংস্কৃতি আছে মায়ের ভাষার জন্য যারা শহীদ হয়েছেন। এটি কিন্তু পৃথিবীতে আর হয়নি। এত লোক আত্মহুতি দেয়ার পরও আমাদের কিন্তু হিন্দি প্রীতি, বাংলা ইংরেজি মিশ্রণ প্রীতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার আলাদা যে ল্যাঙ্গুয়েজ আছে ধীরে ধীরে বাংলা ভাষায় স্থান করে নিচ্ছে।
তিনি বলেন, প্রথমে নিজের ভাষাকে প্রাধান্য দিয়ে রপ্ত করতে হবে। এরপর বিদেশি যেকোন ভাষা শিখবো। আগে নিজের ভাষাকে রপ্ত করতে হবে।