প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০০:৫২
মেলায় মিললো ৬ পায়ের বাছুর
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় প্রানি সম্পদের প্রদর্শনী মেলায় মিললো ৬ পায়ের বাছুর। ৬ পায়ের অস্বাভাবিক এ বাছুরটির রয়েছে ২টি পায়খানা ও ২টি প্রস্রাব করার রাস্তা।
|আরো খবর
বুধবার প্রদর্শনী মেলার স্টলে মায়ের সাথে রাখা হয়েছিল এ বাছুরটিকে। বাছুরটি ছিল মেলার আগত দর্শকদের আকর্ষনের কেন্দ্র বিন্দু। ছবিটি ফেসবুকে ভাইরাল হলে অনেকে এ বাছুরটিকে দেখতে মেলায় আসেন।
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ঠাকুর চর গ্রামের আঃ সাত্তার ঢালীর ৪ বছর আগে বাছুরটি মাকে ক্রয় করে। ৪ বছর মধ্যে অন্য বাছুর গুলো স্বাভাবিক জম্মালেও এ বাছুরটি হয়েছে অস্বাভাবিক।
আঃ সাত্তার ঢালীর জানান, বাছুরটি জন্মানোর পর এটিকে দেখার জন্য প্রচুর লোক ভিড় জমাতো।এখনো মানুষ আসে এই বাছুরটি দেখতে। বাছুরটি অন্যান্য বাছুরের মতো স্বাভাবিক সব ধরনের খাবার খায়।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. তানভীর আনজুম অনিক বলেন, এই বাছুরটি জন্মগত ত্রুটি নিয়েই জন্মেছে। স্বাভাবিক জীবন-যাপনে আপাতত সমস্যা না হলেও পরিণত বয়সে কিছুটা সমস্যা হবে।