প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৫৯
যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা
বাঁশের উপর ভর করা কালভার্ট
বাঁশের উপর ভর করে দাঁড়িয়ে আছে কালভার্ট। যেকোন সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। কালভার্টটি নিয়ে এমন এমন আশংকা এলাকাবাসির।
|আরো খবর
কালভার্টটি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা ইউনিয়নের পশ্চিম হাটিলা খান বাড়ির সামনে। খোঁজ নিয়ে জানা যায়, কালভার্টটি দীর্ঘদিন ধরে এভাবে পড়ে আছে। এলাকার মানুষ নিজ উদ্যোগে বাঁশ দিয়ে ঠেকা দেয়। প্রতিদিনই এ রাস্তা দিয়ে দুই গ্রামের অনেক মানুষ গাড়ি যাতায়াত করে। আতঙ্কে কালভার্টটি পার হতে হয় এলাকাবাসীর।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাকির হোসেন বলেন, কালভার্টটি আমাদের নজরে এসেছে। পাশেই একটি কালভার্ট করার প্রস্তাব পাঠিয়েছি। এটার প্রস্তাব পাঠানো হবে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শাহজাহান মুন্সী জানান, দুই গ্রামের বাসিন্দাদের জন্য সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। চলাচল বন্ধ হওয়ার ভয়ে এলাকাবাসি কালভার্টটি বাঁশ দিয়ে ঠেকা দিয়ে রেখেছে।