প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৯:২১
চাঁদপুরের সড়কগুলোতে দুর্ঘটনার হিড়িক !
চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কসহ পার্শ্বসড়কে দুর্ঘটনার হিড়িক পড়েছে। চালকের তন্দ্রাভাব, ষ্টিয়ারিংয়ে বসে চালকের মুঠোফোনের ব্যবহার,অন্যগাড়ির সাথে প্রতিযোগিতা এমনকি যান্ত্রিক ত্রুটির কারনে দুর্ঘটনা ঘটার প্রবতনতা বেড়েই চলছে। সর্বশেষ গত ২৪ ঘন্টায় এরকম তিনটি দুর্ঘটনায় দুর্ঘটনা কবলিত পরিবহনগুলোর ব্যাপক ক্ষতি ছাড়াও কমপক্ষে ৩ জন মারাত্বক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, গত বুধবার দিনগত রাতে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জের সাতবাড়িয়া এলাকায় ফ্রেশ কোম্পানীর একটি কাভার্ড ভ্যান রাতের আধাঁরে সড়কের পাশে গাছের সাথে প্রচন্ড বেগে ধাক্কা মারে। এতে করে চালক হেলপারসহ ৪ জন আহত হলেও ২ জন মারাত্বক আহত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এই দুর্ঘটনায় গাড়িটির ইঞ্জিনসহ কেবিন বক্স ভেঙ্গে দুমড়ে- মুছড়ে যায়। গাড়িটি দুর্ঘটনাস্থল রেখে মেরামত করতে দেখা গেছে। এই ঘটনাটি চালকের তন্ত্রাভাবের কারনে ঘটেছে বলে স্থানীয়রা ধারনা করছেন জানান।
বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ কচুয়া গৌরিপুর সড়কের হাজীগঞ্জের বদরপুর এলাকায় ঢাকাগামী আল আরাফাহ পরিবহনের একটি বাস দুর্ঘটনার শিকার হয়। এই দুর্ঘটনায় কেউ হতাহত না হলে ও দুটি পরিবহন পরস্পর প্রতিযোগিতা দিয়ে চালানোর কারনে ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জের বাকিলার গোগরা এলাকায় সামনের চাকা ব্লাষ্ট হয়ে সড়কের পাশের ডোবায় গিয়ে পড়ে কুমিল্লাগামী জ্বালানি তৈল পরিবহনের একটি ট্রাক। এই দুর্ঘটনায় চালক শাহ আলম রক্ষা পেলেও তৈলের মালিক কুমিল্লা মনোহরগঞ্জের রাজাপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে আ: রব (৪৫) জীবন মৃত্যুর সন্ধিক্ষনে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার বিষয়গুলো নিশ্চিত করে এতে কেউ নিহত হননি বলে জানান হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ।