বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২২, ১৭:৫৯

মেয়েকে দেখতে এসে লাশ হলেন সেই নারী

মেয়েকে দেখতে এসে লাশ হলেন সেই নারী
কামরুজ্জামান টুটুল

মাদ্রাসায় পড়ুৃযা মেয়েকে দেখতে এসে লাশ হলেন হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত সেই নারী। ইতিমধ্যে এই নারীর পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ। তিনি হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা গ্রামের গাজী বাড়ির প্রবাসী মো. শাহআলমের স্ত্রী। মমতাজ বেগম নামের এই নারী ৪ সন্তানের জননী। মঙ্গলবার বিকেলে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয় এই নারীকে।

এর আগে গত সোমবার রাতে হাজীগঞ্জের ধেররা এলাকায় চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বেপরোয়া গতির সিএনজি চালিত অটোরিক্সার চাপায় মারা যান তিনি। এর পর থেকে পুলিশ নিহত নারীর পরিচয় নিশ্চিত হতে বিভিন্নস্থানে চেষ্টা চালায়।

স্থানীয়দের সূত্রে জানা যায়, বড়কুল পশ্চিম ইউনিয়ন যুবলীগের সভাপতি লোটাস দেলোয়ার হোসেন জানান, মমতাজ বেগম মানসিকভাবে কিছুটা বিপর্যন্ত ছিলেন। তার ছোট মেয়ে পৌরসভাধীন ধেররা এলাকার একটি আবাসিক মাদ্রাসায় পড়ালেখা করে। সোমবার বিকেলে তিনি মেয়েকে দেখতে এসে ফিরতে রাত হয়ে যায়। মাদ্রাসা থেকে বেরিয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে উঠতেই সিএনজি চালিত অটোরিক্সা দ্রুত গতির ধাক্কায় গুরুতর আহত হন।

তিনি আরো জানান, ঘাতক সিএনজিচালিত অটোরিক্সা চালককে ও মালিক চিহিৃত হয়েছে। গাড়ির মালিক গরিব ও অসহায় মানুষ। তাই নিহতের পরিবার ও গাড়ির মালিক পরে প্রাথমিকভাবে সমঝোতা হয়। যার ফলে নিহতের পরিবার থানায় অভিযোগ করেনি।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ জানান, নিহতের পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে এবং তাদের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়