বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২২, ২৩:৫৪

নব্বই বছর বয়সে বিয়ের পিরিতে অ্যাডঃ মোহাম্মদ ইসমাইল

অনলাইন ডেস্ক
নব্বই বছর বয়সে বিয়ের পিরিতে অ্যাডঃ মোহাম্মদ ইসমাইল

নব্বই বছর বয়সে দ্বিতীয় বারের মত বিয়ের ফিরিতে বসলেন ঐতিহ্যবাহী কুমিল্লা জেলা আইনজীবী সমিতির পাঁচ বারের সাবেক সভাপতি এডভোকেট মোহাম্মদ ইসমাইল হোসেন। কনে কুমিল্লা মহানগরীর দেশওয়ালীপট্টির মিনরা বেগম (৪০)। সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে দেশওয়ালীপট্টিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। বর ইসমাইল হোসেন এরআগেও বিয়ে করেছেন। তবে সে স্ত্রী ২০১৬ সালের ২৭ নভেম্বর অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেন। আগের সংসারে পাঁচ ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি ১৯৭০ সালে ২রা সেপ্টেম্বর বাংলাদেশ বার কাউন্সিল হতে সনদপ্রাপ্ত হয়ে কুমিল্লা আইনজীবী সমিতিতে আইনপেশায় যোগদান করে অত্যন্ত সুনামম ও দক্ষতার সহিত আইনপেশা পরিচালনা করিয়া আসিতেছেন। তার গ্রামের বাড়ী কুমিল্লা মুরাদনগর উপজেলাধীন দারেরা ইউনিয়নের মুগসাইর। পিতা মৃত আছাদ উল্লাহ সরকার।

খোঁজনিয়ে জানাযায়- দুপুরে অর্ধশতাধিক সহযাত্রী নিয়ে নগরীর দেশওয়ালীপট্টিতে বিয়ে করতে যান ইসমাইল হোসেন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে নিজ বাসায় ফেরার সময় গাড়ির মধ্যে কেউ একজন ছবি তোলে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিলে মুহুর্তের মধ্যেই আলোচনায় আসেন নব্বই বছর বয়সী এ বৃদ্ধা। বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বড় ছেলে এডভোকেট ইসহক সিদ্দিকী।

তাঁর বড় ছেলে ইসহাক সিদ্দিকী বলেন- ২০১৬ সালে অসুস্থতাজনিত কারণে আমার মা মারা যান। এরপর থেকে বাবাও অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘ সময় পর আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে আজ বাবাকে বিয়ে করিয়েছি। বিষয়টি নিয়ে কেউ যেন নেতিবাচক মন্তব্য না করেন; সেজন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন এডভোকেট ইসহাক সিদ্দিকী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়