রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২২, ২১:৪৫

হাজীগঞ্জে সাংবাদিক মিজবাহ্ ও সাইফুলের মায়ের দাফন সম্পন্ন

কামরুজ্জামান টুটুল

হাজীগঞ্জে সাংবাদিক  আবু তাহের মিজবাহ্ (৫০) ও সাংবাদিক সাইফুল ইসলামের মা জুলেখা বেগমের ( ৮০)কে নিজ নিজ বাড়ির পারিবারিক করবস্থানে দাফন সম্পন্ন হয়েছে। এর আগে আবু তাহের মিজবাহ্ সোমবার দিনগত রাত  সাড়ে ১২ টার দিকে হাজীগঞ্জ পৌরসভাস্থ বিলওয়াই নিজ বাড়িতে ও জুলেখা বেগম (৮০) মঙ্গলবার সকালে ঢাকা স্যার সলিমুল্যাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আবু তাহের মিজবাহ হাজীগঞ্জ আল কাউসার একাডেমির সাবেক শিক্ষক ও চাঁদপুর দিগন্ত হাজীগঞ্জ প্রতিনিধি ও সাইফুল ইসলাম সুদীপ্ত চাঁদপুরের হাজীগঞ্জ ব্যুরো ইনচার্জ হিসেবে কর্মরত আছেন।

 মঙ্গলবার সকালে আবু তাহের মেজবাহ্কে

বিলওয়াই হাজীবাড়িতে জানাজা শেষে পারিবারিক করবস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ৫ মেয়েসহ বহুগুনগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ,লিভারসহ শারীরিক নানান অসুস্থায় ভূগছিলেন। 

 সাইফুলের মা জুলেখা বেগমকে  উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের আড়ুলী মুন্সী বাড়ির সামনে মসজিদ ও মাদ্রাসা মাঠে বাদ এশা জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তিনি আড়ুলী মুন্সী বাড়ির মরহুম তাজুল ইসলামের স্ত্রী।

এর আগে এদিন (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় জুলেখা বেগম রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটপোর্ড হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৭ মেয়ে, নাতি ও নাতনি, নিকট আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

 মরহুমদ্বয়ের মৃত্যুতে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন, পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন, হাজীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ, উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি কামরুজ্জামান টুটুল,সাধারন সম্পাদক খন্দকার আরিফসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়