সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫  |   ৩৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২২, ১৪:১০

সাংবাদিক তাহের মেজবাহর দাফন সম্পন্ন

সাংবাদিক তাহের মেজবাহর দাফন সম্পন্ন
অনলাইন ডেস্ক

হাজীগঞ্জ প্রেসক্লাবের আপ্যায়ন বিষয়ক সম্পাদক, হাজীগঞ্জ আল কাউছার স্কুলের শিক্ষক, দৈনিক চাঁদপুর দিগন্ত ও মানবসমাজের প্রতিনিধি আবু তাহের মিছবাহ ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহি,,,,,রাজিউন মৃত্যুকালে তার বয়স ছিল ৫০ বছর। তিনি দীর্ঘদিন কিডনিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

সোমবার রাত ১২টায় তিনি ধেররা বিলওয়াই নিজ বাসভবনে মারা যায়। তিনি স্ত্রী, ৫ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে যান। মঙ্গলবার সকালে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন দিগন্ত পাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ মাহবুবুর রহমান, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীম, সাংবাদিক মনিরুজ্জান বাবলু, শিক্ষক মাও. আবুল হাছনাত,পরিবারের পক্ষ থেকে হাজীগঞ্জ পৌর সভার কর নির্ধারক আবু ইউছুপ ও মোহাম্মদ শাহজাহান। পরে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন, দৈনিক চাঁদপুর দিগন্তের নির্বাহী সম্পাদক ইলিয়াছ পাটোয়ারি, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি জহিরুল ইসলাম লিটন, মহিন উদ্দিন আল আজাদ, এনায়েত মজুমদার সাংগঠনিক সম্পাদক মিরাজ মুন্সী, সাংবাদিক আলমগীর হেসেন, জহিরুল ইসলাম জয়সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পৌর মেয়র আসম মাহবুব উল আলম লিপন ও হাজীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়