বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২২, ১৭:৫৪

এক্সিম ব্যাংক নারায়ণপুর শাখার শীতবস্ত্র বিতরণ

মুহাম্মদ আরিফ বিল্লাহ
এক্সিম ব্যাংক নারায়ণপুর শাখার শীতবস্ত্র বিতরণ
এক্সিম ব্যাংক নারায়ণপুর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করছেন অতিথি বৃন্দ

শীতার্তদের গরমের উষ্ণতা দিতে প্রতি বছরের ন্যায় এবারও এক্সিম ব্যাংক নারায়ণপুর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ ৬ জানুয়ারি সকাল ৯টায় ব্যাংক কার্যালয়ে নারায়ণপুর এলাকার এতিমখানার শিক্ষার্থী এবং দুস্থ শীতার্তের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।

এক্সিম ব্যাংক নারায়ণপুর শাখা ব্যবস্থাপক মো মাসুদ রানা মজুমদারের সভাপ্রধানে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্জ্ব মো. আনোয়ার হোসেন ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. ওমর ফারুক প্রধান। এ সময় উপস্থিত ছিলেন, ব্যাংকের ম্যানেজার অপারেশন আব্দুল কাদের, নারায়ণপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব, মো. তারেক প্রধান, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. মো. শাহ আলম খানসহ নারায়ণপুর বাজারের ব্যবসায়ী, ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীগণ।

শাখা ব্যবস্থাপক মো. মাসুদ রানা মজুমদার সভাপ্রধানের বক্তব্যে বলেন, এক্সিম ব্যাংক জনকল্যাণমুখী অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি মানব সেবায় নিজেদের সব সময় নিয়োজিত রাখে। তিনি ব্যাংকিং সেবা এই এলাকার গণমানুষের কাছে পৌঁছে দিতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, এক্সিম ব্যাংক এখন অর্থ বিনিয়োগ এবং আমানত সংগ্রহে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। তাই আমরা দেশের অর্থনেতিক উন্নয়নের অংশীদার। পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান শেষ হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়